Bharat jodo yatra: এই প্রথম! জমাট শীতে টি-শার্ট ছেড়ে জ্যাকেটে মন, বরফ-বৃষ্টিতে ভিজে কাশ্মীরের রাস্তায় হাঁটলেন রাহুল
- Published by:Satabdi Adhikary
Last Updated:
গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুতে শুরু হয়েছিল এই যাত্রা। আগামী ৩০ জানুয়ারি জম্মু-কাশ্মীরে 'ভারত জোড়ো যাত্রা' শেষ করবেন রাহুল গান্ধি।
advertisement
advertisement
advertisement
জম্মু থেকে লক্ষণপুর হয়ে কাটুয়া, হিরানগর, বানিহাল টানেল হয়ে কাশ্মীর উপত্যকা পর্যন্ত যাবে রাহুলের এই যাত্রা। রাহুল গান্ধির কাশ্মীর সফর ঘিরে কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে। দেহরক্ষীদের পাশাপাশি সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশও মোতায়েন থাকবে। জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং মঙ্গলবার বলেছিলেন যে রাহুল গান্ধীকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
রাহুলকে শঙ্করাচার্যের সঙ্গে তুলনা করলেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। এই নিয়ে ফারুক বলেন, 'কয়েক শতাব্দী আগে শঙ্করাচার্য এখানে এসেছিলেন। তিনি যেই সময়ে হেঁটে এখানে এসেছিলেন, তখন সব জায়গায় শুধু জঙ্গল। কোনও রাস্তা ছিল না। তিনি কন্যাকুমারী থেকে হেঁটে কাশ্মীর এসেছিলেন। আর রাহুল গান্ধী দ্বিতীয় ব্যক্তি যিনি একইভাবে কন্যাকুমারী থেকে যাত্রা শুরু করে কাশ্মীরে এসে পৌঁছেছেন।'
advertisement
সফর শুরুতে জম্মুর লক্ষণপুরে ভারত জোড় যাত্রার জনসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধি বলেন, "আমার পূর্বপুরুষরা এই ভূমির (জম্মু এবং কাশ্মীর) বাসিন্দা ছিলেন। মনে হচ্ছে আমি বাড়ি ফিরছি। একজন মানুষ যখন তার শিকড়ে ফিরে যায়, তখন সে নিজের এবং দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারে। আমি এখানে আপনার কাছ থেকে শিখতে এসেছি। আমি জম্মু ও কাশ্মীরের মানুষের দুঃখ জানি।"
advertisement