বেআইনি বাজি উদ্ধারে চলছিল পুলিসি অভিযান। বিপুল পরিমাণ বাজি উদ্ধার করে রাখা হচ্ছিল বজবজ ও মহেশতলা থানা প্রাঙ্গণে। প্রায় ২০ হাজার কেজির মত বাজি মজুত করা হয়। এই বিপুল পরিমাণে উদ্ধার হওয়া বিস্ফোরকগুলি নিষ্ক্রিয় করার কাজ চালানোর আগেই বাধে বিপত্তি। বজবজ থানার মাঠে একটি ড্রামের মধ্যে বারুদ রাখা হয়েছিল। প্রচন্ড গরমে সেগুলিতে আহুন ধরে যায় বলে যায়।
advertisement
ঘটনায় তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। আগুন নেভানোপ জন্য একটি দমকলের ইঞ্জিন ও বালির বস্তা নিয়ে আসা হয়। বর্তমানে জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে। বর্তমানে ফুটন্ত বারুদের ড্রামটিতে কুলিং এর কাজ করা হচ্ছে। এই ঘটনার পর তড়িঘড়ি পদক্ষেপ গ্রহণ করায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে এখনও এলাকায় আতঙ্ক রয়েছে। গোটা এলাকায় চলছে পুলিশি নজরদারি।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2023 8:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: এবার বাজেয়াপ্ত করার বাজিতে আগুন, চাঞ্চল্য বজবজ থানা এলাকায়