আর যার ফলে সাগরে যাওয়ার জন্য ব্যবহার করতে হবে লট এইট-র ৪ নং জেটি ঘাট। সাগরের কচুবেড়িয়ার ভেসেল ঘাট থেকেও ভেসেল গিয়ে পৌঁছবে কাকদ্বীপের এই লট নম্বর এইটের ৪নং জেটিতে। কচুবেড়িয়া ও লট এইট-এ ভেসেল ঘাটে নোটিশ দিয়ে এমনটাই জানিয়ে দিয়েছে ভেসেল কর্তৃপক্ষ। ফলে অসুবিধা হতে পারে নিত্যযাত্রীদের। তবে সাগর মেলার বিপুল সংখ্যক পূণ্যার্থীদের সুবিধার্থে এই সমস্যা হাসিমুখে মেনে নেবেন বলে জানিয়েছেন সাগরের বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন : চোখে-মুখে কাতর আর্জি, উদ্ধারের আশায় সারাদিন গাছে অপেক্ষা অসুস্থ হনুমানের! ত্রাতা হয়ে এল বন দফতর
আগে ১ নং জেটি দিয়ে ভেসেল পারাপার করা হত। এলসিটি ঘাট দিয়ে বড় গাড়ি পারাপার করত। বর্তমানে কাকদ্বীপের লট নম্বর ৮ এর এক নম্বর জেটি থেকে ভেসেল পরিষেবা বন্ধ থাকবে। মুড়িগঙ্গা নদীতে চলছে ড্রেজিং এরপর চলবে চ্যানেল মার্কিং এর কাজ। চ্যানেল মার্কিং করার পর নেভিগেশন সিস্টেমের অন্তর্ভুক্ত করা হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফলে ড্রেজিং করাটা খুবই গুরুত্বপূর্ণ কাজ বলে জানিয়েছেন প্রাশাসনিক কর্মকর্তারা। এই কাজ শেষ হলে ভাটার সময়ও ভেসেল পারাপার করতে পারবে। কাজ চলাকালীন ভেসেলের সংখ্যা কমানো হলে, তাও জানানো হবে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সাগরে যাওয়ার জন্য এই ৪ নং জেটিঘাটই ব্যবহার করতে হবে।






