Trip In Winter Vacation: এবারের শীতে গন্তব্য হোক অফবিট সুন্দরবন! চুলকাঠি, ধুলাভাসানি, ধনচি-অপরূপ প্রাকৃতিক নৈসর্গ্য

Last Updated:
Trip In Winter Vacation: এবার শীতে গন্তব্য হোক অফবিট সুন্দরবন। সাধারণত পর্যটকরা সুন্দরবনে এসে কলস, বণি, সজনেখালি ঘুরতে যান। কিন্তু তার বাইরেও প্রকৃতিকে জানতে ঘুরতে পারেন চুলকাঠি, ধুলাভাসানি, ধনচি এলাকায়।
1/6
পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার শীতে গন্তব্য হোক অফবিট সুন্দরবন। সাধারণত পর্যটকরা সুন্দরবনে এসে কলস, বণি, সজনেখালি ঘুরতে যান। কিন্তু তার বাইরেও প্রকৃতিকে জানতে ঘুরতে পারেন চুলকাঠি, ধুলাভাসানি, ধনচি এলাকায়। ছবি ও তথ্য: নবাব মল্লিক
পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার শীতে গন্তব্য হোক অফবীট সুন্দরবন। সাধারণত পর্যটকরা সুন্দরবনে এসে কলস, বণি, সজনেখালি ঘুরতে যান। কিন্তু তার বাইরেও প্রকৃতিকে জানতে ঘুরতে পারেন চুলকাঠি, ধুলাভাসানি, ধনচি এলাকায়। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/6
সুন্দরবন ভ্রমণের জন্য উপযুক্ত সময় হল শীতকাল। সেসময় নদী শান্ত থাকে। পরিযায়ী পাখির দল নামে অরণ্যে। নদীর চড়ে কুমির রোদ পোহায় সারাটা দিন।
সুন্দরবন ভ্রমণের জন্য উপযুক্ত সময় হল শীতকাল। সেসময় নদী শান্ত থাকে। পরিযায়ী পাখির দল নামে অরণ্যে। নদীর চড়ে কুমির রোদ পোহায় সারাটা দিন।
advertisement
3/6
অফবিট সুন্দরবনে ভাগ্য ভাল থাকলে দেখা মিলতে পারে রয়্যাল বেঙ্গলের। এই এলাকাগুলি বঙ্গোপসাগর লাগোয়া এলাকা। রয়েছে সুন্দরবনের সুন্দরী গাছ, হরিণ সহ আরও অন্যান্য বণ্যপ্রাণী‌।
অফিবট সুন্দরবনে ভাগ্য ভাল থাকলে দেখা মিলতে পারে রয়্যাল বেঙ্গলের। এই এলাকাগুলি বঙ্গোপসাগর লাগোয়া এলাকা। রয়েছে সুন্দরবনের সুন্দরী গাছ, হরিণ সহ আরও অন্যান্য বণ্যপ্রাণী‌।
advertisement
4/6
অফবিট জায়গাগুলিতে পর্যটকদের আনাগোনা কম থাকে। প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি থাকে। বোট মালিকদের সঙ্গে কথা বলে বনদফতরের অনুমতি নিয়ে যাওয়া যাবে এখানে।
অফবিট জায়গাগুলিতে পর্যটকদের আনাগোনা কম থাকে। প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি থাকে। বোট মালিকদের সঙ্গে কথা বলে বনদফতরের অনুমতি নিয়ে যাওয়া যাবে এখানে।
advertisement
5/6
এখানে অনেক জায়গায় শুধুমাত্র এক একটি ম্যানগ্রোভ প্রজাতির জঙ্গল দেখতে পারবেন। এছাড়াও রয়েছে বড় বড় সৈকত। তবে সেই সৈকতে নামা একেবারেই বারণ রয়েছে।
এখানে অনেক জায়গায় শুধুমাত্র এক একটি ম্যানগ্রোভ প্রজাতির জঙ্গল দেখতে পারবেন। এছাড়াও রয়েছে বড় বড় সৈকত। তবে সেই সৈকতে নামা একেবারেই বারণ রয়েছে।
advertisement
6/6
ঘোরার জন্য তো গোটা সুন্দরবন রয়েছে আপনার জন্য। বোট থেকেই আনন্দ নিতে হবে আপনাকে। আর নামতে পারবেন ক্যাম্প গুলিতে। তাহলে আর অপেক্ষা কীসের, এবার শীতে ঘুরে আসুন সুন্দরবন। ছবি ও তথ্য: নবাব মল্লিক
ঘোরার জন্য তো গোটা সুন্দরবন রয়েছে আপনার জন্য। বোট থেকেই আনন্দ নিতে হবে আপনাকে। আর নামতে পারবেন ক্যাম্প গুলিতে। তাহলে আর অপেক্ষা কীসের, এবার শীতে ঘুরে আসুন সুন্দরবন। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
advertisement
advertisement