আর সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে বুধবার অভিযানে নামল পুলিশ। সুন্দরবন পুলিশ জেলার অধীন রায়দিঘী থানার পক্ষ থেকে এই ইমারতি সামগ্রীগুলি সরানোর কাজ শুরু হয়। রায়দিঘী থানার অন্তর্গত কাশীনগর থেকে ফেরীঘাট রামগঙ্গা রোডে এই ইমারতি সামগ্রীগুলি সরানোর কাজ শুরু হয়।
আরও পড়ুনঃ দক্ষিণ ২৪ পরগনায় বিশ্ব তামাক বিরোধী দিবস পালন
advertisement
জেসিবি দিয়ে সরানো হয় সেই সামগ্রীগুলি। সেসময় সেখানে উপস্থিত ছিলেন রায়দিঘী থানার আইসি অমিও কুমার ঘোষ এবং মথুরাপুর ২ নং ব্লকের বিডিও তাপস কুমার দাস।
আরও পড়ুনঃ সুন্দরবনে সম্প্রীতির উৎসব বরখান গাজীর পূজায় ভক্তদের ঢল
এ নিয়ে মথুরাপুর ২ নং ব্লকের বিডিও তাপস কুমার দাস জানান রাস্তার জায়গায় এই সমস্ত ইমারতি সামগ্রী ফেলায় ক্রমশ সরু হয়ে আসছিল রাস্তা। সেজন্যই এই অভিযান চালানো হয়েছে। আগামীতে আরও অভিযান চালানো হবে। পুলিশের এই ভূমিকায় খুশি পথচলতি মানুষজন।
Nawab Mallick