মূলত কাকদ্বীপের রথতলার এক কিশোর সত্যম পাত্র এভাবেই কাকদ্বীপের এক প্রত্যন্ত এলাকা থেকে বাংলার আন্ডার ১৬ টিমে খেলার সুযোগ পেয়েছেন। সাফল্যের সঙ্গে বাংলা অনুর্ধ্ব ১৬ দলে খেলতে পাওয়ার পর বর্তমানে তার স্বপ্ন ভারতীয় দলে খেলা। সেই লক্ষ্যেই কাকদ্বীপে প্রতিনিয়ত অনুশীলন চালাচ্ছেন তিনি।
আরও পড়ুন - কলেজের মধ্যেই আস্তানা গেড়েছিল মস্ত বড় পাইথন, তারপর যা হল...
advertisement
তার সেই অনুশীলন দেখে উৎসাহিত হয়ে অন্যান্য যুবক যুবতীরা ক্রিকেট খেলতে এগিয়ে আসছে। সত্যম কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের একাদশ শ্রেণীর ছাত্র। মাত্র ১৬ বছর বয়সে এই সাফল্য আসায় খুশি সত্যমের পরিবারের লোকজন।
আরও পড়ুন - IPL Auction: শুক্রবার নিলাম, পকেটে কত টাকা নিয়ে দল গোছাতে বসবে ফ্রাঞ্চাইজিরা, রইল সব হিসেবনিকেশ
ছোটবেলা থেকেই ক্রিকেট খেলায় আগ্রহ ছিল তার। মাত্র ৭ বছর বয়স থেকেই খেলার জন্য অনুশীলন শুরু করে সে। বর্তমানে খেলার জন্য প্রায়শই কলকাতায় যেতে হয় তার। সেক্ষেত্রে খুবই অসুবিধা হয় বলে জানিয়েছেন তিনি। ছেলে ক্রিকেটার হিসাবে আরও বড় জায়গায় খেলুক এটাই চায় সত্যমের বাবা মা।
সত্যমের এই সাফল্য নিয়ে তার কোচ প্রদীপ নায়েক জানিয়েছেন। খুব ছোট থেকেই সত্যম ক্রিকেট খেলতে ভালোবাসতো। ওর ভিতরে ক্রিকেট বলে জিনিসটা রয়েছে। যা ওকে সাফল্যের পথে নিয়ে যাচ্ছে। আগে ও পেস বোলার ছিল এখন ও পুরোপুরি অলরাউন্ডার। তার এই সাফল্য পথ দেখেছে অন্যান্য কিশোর কিশোরীদের।
Nawab Mullick