IPL Auction: শুক্রবার নিলাম, পকেটে কত টাকা নিয়ে দল গোছাতে বসবে ফ্রাঞ্চাইজিরা, রইল সব হিসেবনিকেশ

Last Updated:
আইপিএলের নিলামে কোন দল কতজন করে ক্রিকেটার তুলে নিতে পারবেন? কার হাতে রয়েছে কত টাকা সব জেনে নিন নিলামের আগেই৷
1/10
সানরাইজার্স হায়দরাবাদ - পকেটে টাকা রয়েছে ৪২.২৫ কোটি টাকা৷  ক্রিকেটার নিতে হবে ১৩ টি, বিদেশি ক্রিকেটারের স্লট ফাঁকা রয়েছে ৪ টি৷ গড়ে প্লেয়ারদের জন্য বরাদ্দ টাকা ৩.২৫ কোটি টাকা৷
সানরাইজার্স হায়দরাবাদ - পকেটে টাকা রয়েছে ৪২.২৫ কোটি টাকা৷  ক্রিকেটার নিতে হবে ১৩ টি, বিদেশি ক্রিকেটারের স্লট ফাঁকা রয়েছে ৪ টি৷ গড়ে প্লেয়ারদের জন্য বরাদ্দ টাকা ৩.২৫ কোটি টাকা৷
advertisement
2/10
পঞ্জাব কিংস হাতে টাকা রয়েছে ৩২.২০ কোটি৷ ৯ টি প্লেয়ারের স্লটে ক্রিকেটার নিতে হবে তাদের৷ ৩ টি বিদেশি ক্রিকেটার নিতে হবে তাদের৷ প্রতি প্লেয়ারের জন্য গড়ে বরাদ্দ টাকা ৩.৫৭ টাকা৷
পঞ্জাব কিংস হাতে টাকা রয়েছে ৩২.২০ কোটি৷ ৯ টি প্লেয়ারের স্লটে ক্রিকেটার নিতে হবে তাদের৷ ৩ টি বিদেশি ক্রিকেটার নিতে হবে তাদের৷ প্রতি প্লেয়ারের জন্য গড়ে বরাদ্দ টাকা ৩.৫৭ টাকা৷
advertisement
3/10
লখনউ সুপার জায়ন্টস ২৩.৩৫ কোটি টাকা৷ ১০ জন ক্রিকেটারের জন্য জায়গা আছে তাদের৷ বিদেশি ক্রিকেটারের জায়গা ৪ জনের৷ ক্রিকেটার প্রতি গড় খরচ হতে পারে ২.৩৩ কোটি টাকা৷
লখনউ সুপার জায়ন্টস ২৩.৩৫ কোটি টাকা৷ ১০ জন ক্রিকেটারের জন্য জায়গা আছে তাদের৷ বিদেশি ক্রিকেটারের জায়গা ৪ জনের৷ ক্রিকেটার প্রতি গড় খরচ হতে পারে ২.৩৩ কোটি টাকা৷
advertisement
4/10
মুম্বই ইন্ডিয়ান্সের পকেটে ২০.৫৫ কোটি টাকা৷ ৯ জন ক্রিকেটারকে কিনবে তারা৷ ৩ জন বিদেশি ক্রিকেটার তুলতে হবে তাঁদের৷ ২.২৮ কোটি টাকা প্রতি ক্রিকেটারের পিছনে তারা খরচ করতে হবে৷
মুম্বই ইন্ডিয়ান্সের পকেটে ২০.৫৫ কোটি টাকা৷ ৯ জন ক্রিকেটারকে কিনবে তারা৷ ৩ জন বিদেশি ক্রিকেটার তুলতে হবে তাঁদের৷ ২.২৮ কোটি টাকা প্রতি ক্রিকেটারের পিছনে তারা খরচ করতে হবে৷
advertisement
5/10
চেন্নাই সুপার কিংসের পার্সে রয়েছে ২০.৪৫ টাকা৷ তাদের তুলতে হবে ৭ জন প্লেয়ারকে৷ ২ জন বিদেশি ক্রিকেটার নিতে পাবে তাঁরা৷ প্লেয়ার প্রতি গড়ে তাঁরা খরচ করতে পারবে ২.৯২ কোটি টাকা৷
চেন্নাই সুপার কিংসের পার্সে রয়েছে ২০.৪৫ টাকা৷ তাদের তুলতে হবে ৭ জন প্লেয়ারকে৷ ২ জন বিদেশি ক্রিকেটার নিতে পাবে তাঁরা৷ প্লেয়ার প্রতি গড়ে তাঁরা খরচ করতে পারবে ২.৯২ কোটি টাকা৷
advertisement
6/10
দিল্লি ক্যাপিটাল্স প্লেয়ার কেনার জন্য খরচ করতে পারবে ১৯.৪৫ কোটি টাকা৷ ৫ জন ক্রিকেটার কিনতে পাবে তারা৷  বিদেশি ক্রিকেটারের সংখ্যা ২ জনের৷ গড়ে প্রতি ক্রিকেটার খরচ করা যাবে ৩.৮৯ কোটি টাকা৷
দিল্লি ক্যাপিটাল্স প্লেয়ার কেনার জন্য খরচ করতে পারবে ১৯.৪৫ কোটি টাকা৷ ৫ জন ক্রিকেটার কিনতে পাবে তারা৷  বিদেশি ক্রিকেটারের সংখ্যা ২ জনের৷ গড়ে প্রতি ক্রিকেটার খরচ করা যাবে ৩.৮৯ কোটি টাকা৷
advertisement
7/10
গুজরাত টাইটান্সের খরচ করার জন্য টাকা রয়েছে ১৯.২৫ কোটি টাকা৷ তাদের ক্রিকেটারদের জন্য ফ্রি স্লট রয়েছে ৭ টি৷ বিদেশি ক্রিকেটার কিনতে পারবেন ৩ জনকে৷ প্রতি ক্রিকেটার পিছু খরচ করতে পারবে ২.৭৫ কোটি টাকা৷
গুজরাত টাইটান্সের খরচ করার জন্য টাকা রয়েছে ১৯.২৫ কোটি টাকা৷ তাদের ক্রিকেটারদের জন্য ফ্রি স্লট রয়েছে ৭ টি৷ বিদেশি ক্রিকেটার কিনতে পারবেন ৩ জনকে৷ প্রতি ক্রিকেটার পিছু খরচ করতে পারবে ২.৭৫ কোটি টাকা৷
advertisement
8/10
রাজস্থান রয়্যালসের দলের টাকা রয়েছে ১৩.২০ কোটি টাকা৷ ৯ জন প্লেয়ারের মধ্যে বিদেশি ক্রিকেটারের জায়গা ৪ জনের৷ প্রতি প্লেয়ার পিছু টাকা খরচ করতে পারবে ১.৪৬ কোটি টাকা৷
রাজস্থান রয়্যালসের দলের টাকা রয়েছে ১৩.২০ কোটি টাকা৷ ৯ জন প্লেয়ারের মধ্যে বিদেশি ক্রিকেটারের জায়গা ৪ জনের৷ প্রতি প্লেয়ার পিছু টাকা খরচ করতে পারবে ১.৪৬ কোটি টাকা৷
advertisement
9/10
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের পার্সে টাকা রয়েছে ৮,৭৫ কোটি টাকা৷ ক্রিকেটারদের জন্য ফাঁকা জায়গা ৭ টি৷ ২ টি বিদেশি ক্রিকেটারের জায়গা ফাঁকা৷ প্রতি ক্রিকেটারে গড়ে ১.২৫ কোটি টাকা খরচ করতে পারবে৷
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের পার্সে টাকা রয়েছে ৮,৭৫ কোটি টাকা৷ ক্রিকেটারদের জন্য ফাঁকা জায়গা ৭ টি৷ ২ টি বিদেশি ক্রিকেটারের জায়গা ফাঁকা৷ প্রতি ক্রিকেটারে গড়ে ১.২৫ কোটি টাকা খরচ করতে পারবে৷
advertisement
10/10
সবচেয়ে কম টাকা রয়েছে কেকেআরের পকেটে৷ মোট টাকা রয়েছে ৭.০৫ কোটি টাকা৷ জায়গা ফাঁকা রয়েছে ১১ প্লেয়ারের বিদেশি ক্রিকেটারের জায়গা ৩ টি৷ তাই প্রতি ক্রিকেটার পিছু খরচ করতে পারবে ০.৬৪ কোটি টাকা৷
সবচেয়ে কম টাকা রয়েছে কেকেআরের পকেটে৷ মোট টাকা রয়েছে ৭.০৫ কোটি টাকা৷ জায়গা ফাঁকা রয়েছে ১১ প্লেয়ারের বিদেশি ক্রিকেটারের জায়গা ৩ টি৷ তাই প্রতি ক্রিকেটার পিছু খরচ করতে পারবে ০.৬৪ কোটি টাকা৷
advertisement
advertisement
advertisement