Birbhum News: কলেজের মধ্যেই আস্তানা গেড়েছিল মস্ত বড় পাইথন, তারপর যা হল...

Last Updated:

সাপ দেখলেই গা কেমন শিরশির করে ওঠে। আসলে মানুষের সাপের প্রতি ভীতির জন্যই এমনটা হয়ে থাকে।

+
পাইথন

পাইথন উদ্ধার

#বীরভূম : সাপ দেখলেই গা কেমন শিরশির করে ওঠে। আসলে মানুষের সাপের প্রতি ভীতির জন্যই এমনটা হয়ে থাকে। আর এইরকম এক প্রাণী যদি কোন কলেজে আস্তানা গেড়ে থাকে তাহলে কী ভয়ঙ্কর কাণ্ড হতে পারে তা আন্দাজ করা যেতেই পারে! আবার যদি তা হয় পাইথন, তাহলে, নিঃসন্দেহই  আরও  ভয়ঙ্কর কাণ্ড৷
বীরভূমের লোকপুর থানার অন্তর্গত খয়রাশোল আইআইটি কলেজের ক্যাম্পাসে চুপিসারে এইরকমই একটি পাইথন আস্তানা গেড়েছিল। সোমবার সেই পাইথনটি দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পাইথনটি কলেজের পড়ুয়ারা প্রথম দেখতে পান। পাইথনটি দেখতে পাওয়ার পরই আতঙ্ক ছড়ায় কলেজ চত্বরে। তবে কেউ সেই পাইথনের কোনো রকম ক্ষতি না করে খবর দেন লোকপুর থানা এবং দুবরাজপুর বনবিভাগের অফিসে। তবে উল্লেখযোগ্য বিষয় হল এলাকার বাসিন্দারা এবং কলেজের কোন পড়ুয়া কেউ ওই পাইথনের কোন ক্ষতি করেননি।
advertisement
advertisement
কলেজ ক্যাম্পাসের ঝোঁপে পাইথন রয়েছে এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান সর্পপ্রেমী অমিত শর্মা। তিনি সেখানে পৌঁছানোর পর সেই পাইথনটিকে উদ্ধার করেন এবং বনবিভাগের সহযোগিতায় সমস্ত রকম পরীক্ষা-নিরীক্ষা করার পর পুনর্বাসন দেওয়া হবে বলে জানান। এর আগে খয়রাশোল ব্লকের বেশ কিছু জায়গাতেও পাইথন উদ্ধার হয়েছে। এমনকি পাইথন উদ্ধার হওয়ার পর সেই পাইথনকে নিয়ে সেলফি তোলা ইত্যাদি ঘটনার কারণে পাইথনের মৃত্যুও হয়েছে।অমিত শর্মা জানিয়েছেন, উদ্ধার হওয়া পাইথনটি প্রায় সাত ফুট লম্বা এবং ওজনে নয় কেজি। তিনি এর আগেও বিভিন্ন জায়গা থেকে বিষধর থেকে নির্বিষ বিভিন্ন ধরনের সাপ উদ্ধার করেছেন। এদিন এইভাবে পাইথন উদ্ধার করতে পেরে এবং তার পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করতে পাড়ায় তিনি খুশি বলেই জানিয়েছেন।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: কলেজের মধ্যেই আস্তানা গেড়েছিল মস্ত বড় পাইথন, তারপর যা হল...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement