IPL Auction 2023: মাথায় হাত কেকেআরের! দু দিন বাদেই আইপিএলের নিলাম কীভাবে ফাঁকা পকেটে দল গোছাবে নাইটরা

Last Updated:
এইভাবে মাত্র তিনটি প্লেয়ার কিনতে তাদের ২১.২৫ কোটি টাকা খরচ হয়ে গেছে৷ যার জন্য নিলামের আগে মাথা ফাটছে কেকেআরের৷
1/7
#কলকাতা: আইপিএলের সামনের মরশুম এখনও কয়েকদিন অপেক্ষা রয়েছে, তবে আর দিন কয়েক পরেই আইপিএলের একটি নিলামে বসছে৷ ডিসেম্বরের ২৩ তারিখ বসবে এই আইপিএল৷ কোচিতে বসবে এবারের আইপিএল নিলাম৷ সকলেই শেষবেলায় নিজের দল গুছিয়ে নেওয়ার জন্য বসবে৷ কোন দল কত প্লেয়ারদের তুলে নেবে তা নিয়ে স্ট্র্যাটেজি গোছানো শুরু৷ Photo Courtesy-KKR/ Facebook
#কলকাতা: আইপিএলের সামনের মরশুম এখনও কয়েকদিন অপেক্ষা রয়েছে, তবে আর দিন কয়েক পরেই আইপিএলের একটি নিলামে বসছে৷ ডিসেম্বরের ২৩ তারিখ বসবে এই আইপিএল৷ কোচিতে বসবে এবারের আইপিএল নিলাম৷ সকলেই শেষবেলায় নিজের দল গুছিয়ে নেওয়ার জন্য বসবে৷ কোন দল কত প্লেয়ারদের তুলে নেবে তা নিয়ে স্ট্র্যাটেজি গোছানো শুরু৷ Photo Courtesy-KKR/ Facebook
advertisement
2/7
সানরাইজার্স হায়দরাবাদ , কলকাতা নাইট রাইডার্স এই দুটি দল নিজেদের বেশিরভাগ প্লেয়ারদের ছেড়ে দিয়েছে৷ অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটাল্স , গুজরাত টাইটান্স নিজেদের দলের ৪ টি করে ক্রিকেটারকে রিলিজ করে দিয়েছে৷
সানরাইজার্স হায়দরাবাদ , কলকাতা নাইট রাইডার্স এই দুটি দল নিজেদের বেশিরভাগ প্লেয়ারদের ছেড়ে দিয়েছে৷ অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটাল্স , গুজরাত টাইটান্স নিজেদের দলের ৪ টি করে ক্রিকেটারকে রিলিজ করে দিয়েছে৷
advertisement
3/7
কিছু কিছু দল নিজেদের ভারী ও বড় পার্স নিয়ে নিলামে নামবে৷ আবার কোনও কোনও দলের পকেটে খুব বেশি টাকা ছাড়াই নিলাম টেবলে বসবে৷
কিছু কিছু দল নিজেদের ভারী ও বড় পার্স নিয়ে নিলামে নামবে৷ আবার কোনও কোনও দলের পকেটে খুব বেশি টাকা ছাড়াই নিলাম টেবলে বসবে৷
advertisement
4/7
কলকাতা নাইট রাইডার্স  এবং দিল্লি ক্যাপিটাল্স একেবারে অন্যরকম অবস্থায় রয়েছে৷ ১৫ প্লেয়ারকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স অন্যদিকে দল সাজানোর জন্য তাদের পকেটে পয়সা নেই৷
কলকাতা নাইট রাইডার্স  এবং দিল্লি ক্যাপিটাল্স একেবারে অন্যরকম অবস্থায় রয়েছে৷ ১৫ প্লেয়ারকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স অন্যদিকে দল সাজানোর জন্য তাদের পকেটে পয়সা নেই৷
advertisement
5/7
এদিকে দিল্লি যাদের মাত্র পাঁচটি নতুন প্লেয়ার নিতে হবে, তাদের রয়েছে সবচেয়ে বড় টাকার থলির ষষ্ঠ স্থানে৷
এদিকে দিল্লি যাদের মাত্র পাঁচটি নতুন প্লেয়ার নিতে হবে, তাদের রয়েছে সবচেয়ে বড় টাকার থলির ষষ্ঠ স্থানে৷
advertisement
6/7
কেকেআরকে ১৫ টা স্লট ভর্তি করতে হবে আর তাদের হাতে টাকা রয়েছে ০.৬৪ কোটি টাকা৷ ট্রেড উইন্ডো থেকে কেকেআর তিনজন প্লেয়ার নিয়েছে৷ তার মধ্যে গুজরাত টাইটান্সের থেকে ১০ কোটি টাকা দিয়ে লকি ফার্গুসনকে নিয়েছে৷ রাহমানুল্লা গুরবাজকে কিনেছে ৫০ লক্ষ টাকা দিয়ে, দিল্লি ক্যাপিটাল্সের থেকে ১০.৭৫ কোটি টাকা দিয়ে শার্দুল ঠাকুরকে কিনেছে৷
কেকেআরকে ১৫ টা স্লট ভর্তি করতে হবে আর তাদের হাতে টাকা রয়েছে ০.৬৪ কোটি টাকা৷ ট্রেড উইন্ডো থেকে কেকেআর তিনজন প্লেয়ার নিয়েছে৷ তার মধ্যে গুজরাত টাইটান্সের থেকে ১০ কোটি টাকা দিয়ে লকি ফার্গুসনকে নিয়েছে৷ রাহমানুল্লা গুরবাজকে কিনেছে ৫০ লক্ষ টাকা দিয়ে, দিল্লি ক্যাপিটাল্সের থেকে ১০.৭৫ কোটি টাকা দিয়ে শার্দুল ঠাকুরকে কিনেছে৷
advertisement
7/7
এইভাবে মাত্র তিনটি প্লেয়ার কিনতে তাদের ২১.২৫ কোটি টাকা খরচ হয়ে গেছে৷ যার জন্য নিলামের আগে মাথা ফাটছে কেকেআরের৷
এইভাবে মাত্র তিনটি প্লেয়ার কিনতে তাদের ২১.২৫ কোটি টাকা খরচ হয়ে গেছে৷ যার জন্য নিলামের আগে মাথা ফাটছে কেকেআরের৷
advertisement
advertisement
advertisement