সেতুর বর্তমান অবস্থা এতটাই বেহাল যে, দিনের বেলাতেও যে কোনো চলমান গাড়ি পার করতে গেলে, সেই গাড়ির ইঞ্জিন বন্ধ করে, গাড়িটিকে ঠেলে পার করতে হয়। সেজন্য অতিরিক্ত লোকজনের প্রয়োজন হয়। এই ব্রিজ দিয়ে পাশাপাশি চলা বিপজ্জনক হওয়ায় একসাথে অনেক লোক যাতায়াত করতে পারেনা। ফলে এই ব্রিজ পার করতে গেলে সময় লাগে অনেকটাই।
advertisement
আরও পড়ুনঃ মন্দিরবাজারে শিশু বিক্রির অভিযোগে গ্রেফতার বাবা
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই ব্রিজ মেরামত করার দাবি জানিয়ে আসছেন। তা সত্বেও এই ব্রিজ মেরামত করা হচ্ছেনা বলে অভিযোগ তাদের। ভোলাগিরির ব্রিজের এই বেহাল দশার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন পাথরপ্রতিমার পূর্ত কর্মাধক্ষ্য রজনীকান্ত বেরা। তিনি বলেছেন এই ব্রিজ হেরম্বগোপালপুর ও লক্ষীজনির্দনপুরের সংযোগ স্থলের একটি গুরুত্বপূর্ণ ব্রিজ।
আরও পড়ুনঃ শিক্ষক সঙ্কটে ধুঁকছে ৭৭ বছরের পুরনো স্কুল, অনিশ্চিত পড়ুয়াদের ভবিষ্যৎ
ব্রিজটি সুন্দরবন ডেভেলপমেন্ট পর্ষদের একটি ব্রিজ। ব্রিজটি সারানোর জন্য প্রাথমিক পর্যায়ে ব্রিজের মেজারমেন্ট সহ একাধিক পক্রিয়া শুরু হয়েছে। তবে বেশ কিছু কাজ আটকে আছে বলে জানিয়েছেন তিনি। শ্রীঘ্রই এই ব্রিজ মেরামতের কাজ শুরু করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
Nawab Mallick