সঙ্গে সঙ্গে এস আই রনি সরকারের নেতৃত্বে একটি পুলিশ টিম সেখানে পৌঁছে যায় এবং রাত্রি সাড়ে নটা নাগাদ গোচরণ পেট্রোল পাম্প এলাকা থেকে তাকে একটা লং ব্যারেল পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ এবং সেই অস্ত্রের এর কোন কাগজ বা নথি না দেখাতে পারায় গ্রেফতার করা হয় তাকে। একটি সাইড ব্যাগের মধ্যে দুটো পাটে বন্দুকটি রাখা ছিল। ধৃত কে শুক্রবার বারুইপুর আদালতে তোলা হবে.কার কাছে অস্ত্র বিক্রির জন্য যাচ্ছিল, অস্ত্র কোথা থেকে আনছিল তা পুলিশ তদন্ত করে দেখছে।
advertisement
আরও পড়ুনঃ খারাপ আবহাওয়ার জেরে বঙ্গোপসাগরে ডুবল ট্রলার, নিখোঁজ ১৮ মৎস্যজীবী!
এ ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারুইপুর পুলিশ জেলার এস ডি পিও জানান, আমাদের কাছে সুত্র মারফত খবর আছে একটি অচেনা যুবক এলাকায় ঘোরাঘুরি করছে। সঙ্গে সঙ্গে আমরা ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করতেই ওর কাছে অস্ত্র দেখতে পাওয়া যায়।
আরও পড়ুনঃ নাম বদলেই চালু হল চাঁদখালি হল্ট স্টেশন! নতুন নাম মাতলা হল্ট
তারপরেই বারুইপুর থানার পুলিশ ওকে গ্রেফতার করে পাশাপাশি ওই অস্ত্র ব্যবসায়ী কিনা ও অন্য কোন বড়সড় চক্রের সঙ্গে যুক্ত আছে কিনা তার তদন্ত করে দেখা হচ্ছে পাশাপাশি বারুইপুর পুলিশের পক্ষ থেকে ওর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ওকে মহামান্য আদালতের কাছে তোলা হলে জিজ্ঞাসা বাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়। দিলীপ মন্ডল কে বারুইপুর আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত.
Suman Saha






