South 24 Parganas: খারাপ আবহাওয়ার জেরে বঙ্গোপসাগরে ডুবল ট্রলার, নিখোঁজ ১৮ মৎস্যজীবী!

Last Updated:

আবারও ট্রলার ডুবির ঘটনা ঘটল বঙ্গোপসাগরে। কেঁদো দ্বীপের ডুবো চড়ায় লেগে এই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জন মৎসজীবী নিখোঁজ আছে বলে সূত্রের খবর।

উপকূলে ফিরছে ট্রলার
উপকূলে ফিরছে ট্রলার
#কাকদ্বীপ : আবারও ট্রলার ডুবির ঘটনা ঘটল বঙ্গোপসাগরে। কেঁদো দ্বীপের ডুবো চড়ায় লেগে এই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জন মৎসজীবী নিখোঁজ আছে বলে সূত্রের খবর। নিখোঁজ মৎসজীবীদের খোঁজে সমুদ্রে অনুসন্ধান চালাচ্ছে উপকূল রক্ষী বাহিনী। চলতি বছরে একাধিকবার ট্রলার ডুবির ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় যথেষ্ট শঙ্কিত মৎসজীবীরা। নতুন করে কেঁদো দ্বীপে এই ঘটনা ঘটায় যথেষ্ট শঙ্কিত মৎসজীবীরা। আবহাওয়া খারাপ থাকার সতর্কতা পেয়ে এফবি সত‍্যনারায়ণ নামের ট্রলারটি দ্রুত ফেরার চেষ্টা করছিল। তবে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে ওই ট্রলারটি।
এ বছর মরশুমের শুরুতে ট্রলার এফবি সত‍্যনারায়ণ দূর্ঘটনার সম্মুখীন হয়েছিল। তবে সেবার বরাত জরে রক্ষা পায় মৎসজীবীরা। কিন্তু এবার গভীর সমুদ্রে তলিয়ে যায় ট্রলারটি। ট্রলারটি দূর্ঘটনাগ্রস্থ হলে ট্রলার থেকে বিপদসংকেত পাঠানো হয় আশেপাশের ট্রলারগুলিতে। এরপরই আশেপাশে থাকা বেশ কয়েকটি ট্রলার এফবি সত‍্যনারায়ণের মৎসজীবীদের উদ্ধার করতে ছুটে যায়। তবে আবহাওয়া খারাপ থাকায় সেই কাজও ব‍্যাহত হয়।
advertisement
advertisement
এরপর কোস্ট গার্ড ও এডিএফ মেরিন এর সঙ্গে যোগাযোগ করে মৎসজীবী ইউনিয়ন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ মৎসজীবীর খোঁজে সমুদ্রে অনুসন্ধান শুরু করেছে উপকূলরক্ষীবাহিনী। এই ট্রলারডুবির ঘটনা সম্পর্কে মৎসজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান আবহাওয়া খারাপ থাকার সতর্কবার্তা পেয়েই উপকূলের দিকে ফেরার চেষ্টা করছিল ট্রলারটি।
advertisement
আরও পড়ুনঃ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পুলিশের! অস্ত্র-সহ গ্রেফতার এক
তবে কেঁদো দ্বীপের কাছে ডুবো চড়া থাকায় এই দূর্ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ১৮ জন মৎসজীবী নিখোঁজ আছে। কোস্ট গার্ড ও এডিএফ মেরিনকে খবর দেওয়া হয়েছে। সমুদ্রে অনুসন্ধান জারি আছে। এখন দেখা যাক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়।
advertisement
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas: খারাপ আবহাওয়ার জেরে বঙ্গোপসাগরে ডুবল ট্রলার, নিখোঁজ ১৮ মৎস্যজীবী!
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement