যৌন নির্যাতনের শিকার হওয়া শিশুটির পরিবারের অভিযোগ, হাফিজুর মোল্লা নামে এক প্রতিবেশী বৃহস্পতিবার দুপুরে ওই শিশুটিকে বাড়ির পুকুরঘাটে স্নান করেতে নিয়ে যায়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। এর কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে পায় পরিবারে সদস্যরা। তাকে জিজ্ঞাসা করেলে প্রতিবেশী হাফিজুরের নাম করে। এরপর তার কথা থেকে যৌন নির্যাতনের বিষয়টি পরিষ্কার হয় পরিবারের কাছে। তারপর বারইপুর থানায় গিয়ে ওই প্রতিবেশীর নামে অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার।
advertisement
আরও পড়ুন: হোস্টেল সমস্যায় চরম বিপাকে দৃষ্টিহীন সুনীতা
এই ঘটনায় পুলিশ অভিযুক্ত হাফিজুর মোল্লাকে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করে। তাকে শুক্রবার বারুইপুর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। নিয়ম মেনে সাড়ে ছয় বছরের ওই শিশুকন্যার শারীরিক পরীক্ষা করা হয়।
অর্পণ মণ্ডল