আরও পড়ুন: ঘরে পড়ে মা-মেয়ের নিথর দেহ, সাতসকালে কেষ্টপুরে রহস্যমৃত্যুতে চাঞ্চল্য! তদন্তে পুলিশ
পাপিয়ার অভিযোগ, তাঁর স্বামী তাঁর সঙ্গে কোনও যোগাযোগ রাখতেন না৷ বিষয়টি শ্বশুরবাড়ির অন্যান্যদের জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে দাবি গৃহবধূর৷ সংসার করতে চেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশেরও দারস্থ হয়েছেন পাপিয়া৷ গতকাল থেকেই শ্বশুরবাড়ির দরজার সামনে ধরনায় বসেছেন তিনি৷ যদিও বাড়ি বর্তমানে তালাবন্ধ৷
advertisement
আরও পড়ুন: বন্ধুকে রেখে গঙ্গায় ঝাঁপ আকাশের! এখনও খোঁজ চলছে জোয়ারে তলিয়ে যাওয়া স্কুল পড়ুয়ার
পাপিয়ার অভিযোগ জোর করে তাঁকে একটি ফাঁকা কাগজে সইও করিয়ে নেওয়া হয়৷ দীর্ঘদিন শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ না রেখে তিনি ভুল করেছেন বলেও জানান পাপিয়া৷ শাশুড়ি তাঁর উপর অত্যাচার করতেন বলেও অভিযোগ করেছেন তিনি৷ এমনকি তাঁকে মেরে ফেলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ৷ গৃহবধূর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে৷
সুমন সাহা