North 24 parganas Drowning Incident: বন্ধুকে রেখে গঙ্গায় ঝাঁপ আকাশের! এখনও খোঁজ চলছে জোয়ারে তলিয়ে যাওয়া স্কুল পড়ুয়ার
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:ARUN GHOSH
Last Updated:
North 24 parganas Drowning Incident: পুলিশ নিখোঁজ ছাত্রের দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। বাড়িতে না জানিয়ে এভাবে গঙ্গা স্নান করতে এসে পরপর বেশ কয়েকজন স্কুল ছাত্র এবং কলেজ পড়ুয়ার মৃত্যু হল গঙ্গায়।
জগদ্দল: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক ছাত্র। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে জগদ্দল ফেরিঘাটে। নিখোঁজ স্কুল ছাত্র ১৭ বছরের আকাশ সিং কাঁকিনাড়া আর্য বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র। তাঁর বাড়ি ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের গোলঘর কোয়ার্টারের বাসিন্দা।
জানা গিয়েছে, এদিন দুপুরে সাগর কুমার ও কুণাল পণ্ডিত নামে পাড়ার দুই বন্ধুর সঙ্গে ফেরিঘাটে এসেছিলেন আকাশ। ৩টে নাগাদ কুণাল বাড়ি চলে যান। তখন জেটির কাছে বসেছিলেন সাগর। আর আকাশ ঘাটে ঝাঁপ দিয়ে স্নান করছিলেন। কিন্তু তীব্র জোয়ারের স্রোত আকাশকে গভীর জলে টেনে নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ নিখোঁজ ছাত্রের দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। বাড়িতে না জানিয়ে এভাবে গঙ্গা স্নান করতে এসে পরপর বেশ কয়েকজন স্কুল ছাত্র এবং কলেজ পড়ুয়ার মৃত্যু হল গঙ্গায়।
advertisement
advertisement
এই স্কুল পড়ুয়ারা অভ্যস্ত নয় গঙ্গা স্নান করতে। কারণ গঙ্গায় জোয়ারের সময় প্রচণ্ড স্রোত থাকে জলের। জোয়ারের সময় সেই টান আরও বেড়ে যায়। ফলে তলিয়ে যায় স্নান করতে আসা যুবকরা। গঙ্গায় জোয়ার থাকায় বহু দূর দেহ ভেসে গিয়েছে বলে অনুমান পুলিশের। ডুবুরি নামিয়ে দেহ খোঁজার চেষ্টা চলছে। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার কাজে বিরতি নিতে হচ্ছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁরা আকাশ ঝাঁপ মেরে গঙ্গায় পড়েছিলেন বলে জলের স্রোতে ভেসে যায় স্কুল ছাত্র ১৭ বছরের আকাশ সিং। বিপর্যয় মোকাবিলার পক্ষ থেকে একটি স্পিডবোট নামিয়ে খোঁজ করার চেষ্টা চলছে নিখোঁজ যুবকের।
advertisement
Arun Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2023 9:34 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 parganas Drowning Incident: বন্ধুকে রেখে গঙ্গায় ঝাঁপ আকাশের! এখনও খোঁজ চলছে জোয়ারে তলিয়ে যাওয়া স্কুল পড়ুয়ার