Kolkata Monsoon Forecast: হুহু করে কমছে তাপমাত্রা! ঝমঝমিয়ে প্রাক বর্ষার বৃষ্টি শুরু কলকাতা-সহ জেলায় জেলায়, দক্ষিণবঙ্গে আজ থেকে হাওয়া বদল শুরু
- Published by:Teesta Barman
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Kolkata Monsoon Forecast: অপেক্ষার অবসান। দক্ষিণবঙ্গে আজ থেকে হাওয়া বদল শুরু। আকাশ কালো করে ঝমঝমিয়ে প্রাক বর্ষার বৃষ্টি শুরু কলকাতা-সহ জেলায় জেলায়! হুহু করে কমছে তাপমাত্রা, কী বলছে হাওয়া অফিস?
advertisement
আজ থেকে সক্রিয় হবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। দুই থেকে তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের অনুকূল পরিস্থিতি। প্রাক বর্ষার বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, আসবে স্বস্তি। আজও তাপপ্রবাহের পরিস্থিতি পশ্চিমের জেলায়। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস আর নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা।
advertisement
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কিছু জেলাতে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের তাপমাত্রার পরিবর্তন না হলেও দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে।
advertisement
advertisement
১৯ থেকে ২২ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি। উত্তরবঙ্গে পাঁচ দিন পরে বর্ষার প্রবেশ হয়েছিল দক্ষিণবঙ্গে অবশ্য তার থেকেও দেরি হবে পরিস্থিতি অনুকূল হতে। দক্ষিণবঙ্গের কলকাতায় বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ১১ জুন।
advertisement
উত্তরবঙ্গে ঝাঁপিয়ে বর্ষার বৃষ্টি। আগামী ৭২ ঘণ্টায় ওপরের দিকের জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি। আরো পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতে। সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রবল বৃষ্টির সতর্কতা। সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
সোম মঙ্গলবার ও বুধবার ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টির সতর্কতা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির কিছু অংশে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা থাকছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। হালকা মাঝারি বৃষ্টি হবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। পার্বত্য পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কলকাতা আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ এব উত্তর কলকাতার একাধিক অংশে বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে সকাল থেকে। তবে বৃষ্টি হলেও আর দু’টি যদি অস্বস্তি কিছুটা থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী চার পাঁচ দিনে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।
advertisement
কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে সামান্য।
advertisement
অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতেও ভারী বৃষ্টি চলবে। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকা এবং ও সমতলের দিল্লি, পঞ্জাব, হরিয়ানা চণ্ডীগড়ে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি শিলাবৃষ্টি এমনকি ঝড়ের সম্ভাবনা রয়েছে রাজস্থানে। সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রাজস্থানে।
advertisement