Keshtopur Incident: ঘরে পড়ে মা-মেয়ের নিথর দেহ, সাতসকালে কেষ্টপুরে রহস্যমৃত্যুতে চাঞ্চল্য! তদন্তে পুলিশ
- Published by:Teesta Barman
- local18
- Written by:Anup Chakraborty
Last Updated:
Keshtopur Incident: মেয়ে সুদেষ্ণা রায়কে নিয়ে মহিলা গোপা রায় তাঁর দাদার সঙ্গে ভাড়া থাকতেন ঐকতান ফ্ল্যাটে। মেয়েটির মামাই সোমবার সকালে ফ্ল্যাটে এসে এই অবস্থায় দেখতে পান নিজের বোন এবং বোনঝিকে।
কেষ্টপুর: কেষ্টপুর প্রফুল্ল কানন এলাকার ঐকতান অ্যাপার্টমেন্টে দু’জন মহিলার মৃতদেহ উদ্ধার। সোমবার সকালের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে বাগুইআটি থানার পুলিশ। কেষ্টপুরের ওই অ্যাপার্টমেন্টে মা ও মেয়ের দেহ উদ্ধার করে তদন্ত চলছে। বাগুইআটি থানার পুলিশের মতে, কিছু খেয়ে বিষক্রিয়া হয়ে মৃত্যু হতে পারে অথবা আত্মহত্যা বলেও প্রাথমিক অনুমান পুলিশের। যদিও ঘটনা পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে। বাড়িতে কেউ ছিল কিনা, সেই বিষয়ে জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে।
মেয়ে সুদেষ্ণা রায়কে নিয়ে মহিলা গোপা রায় তাঁর দাদার সঙ্গে ভাড়া থাকতেন ঐকতান ফ্ল্যাটে। মেয়েটির মামাই সোমবার সকালে ফ্ল্যাটে এসে এই অবস্থায় দেখতে পান নিজের বোন এবং বোনঝিকে। নিথর অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন মা এবং মেয়ে।
advertisement
advertisement
দাদা গৌতম দে বিধান নগর মিউনিসিপ্যালিটির অস্থায়ী কর্মী ছিলেন। গতকাল তিনি তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বাড়িতে বারবার ফোন করছিলেন, কিন্তু কোনও উত্তর না মেলায় নিরাপত্তা রক্ষীকে দেখতে বলেন। সিকিউরিটি গিয়ে দেখেন, মেয়ের নিথর দেহ মেঝেতে পড়ে আছে, আর মা জীবিত অবস্থায় মেঝেতে পড়ে কাতরাচ্ছেন।
এরপরেই গৌতমবাবুকে দেখে খবর দেওয়া হয়। তিনি তড়িঘড়ি বাড়িতে ফিরে এসে দেখেন মা ও মেয়ে দু’জনেই মৃত। এরপরই বাগুইআটি থানায় খবর দেওয়া হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2023 10:45 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Keshtopur Incident: ঘরে পড়ে মা-মেয়ের নিথর দেহ, সাতসকালে কেষ্টপুরে রহস্যমৃত্যুতে চাঞ্চল্য! তদন্তে পুলিশ