এছাড়াও ছিল মোবাইল লাইব্রেরি। আর যার ফলে ঘোড়ামারার এই গ্রামসভায় যুবক যুবতীদের ভিড় উপচে পড়েছিল ঘোড়ামারার মত বিচ্ছিন্ন এই দ্বীপে যা খুবই জরুরি ছিল। এছাড়াও গ্রামসভায় গ্রামবাসীদের মনোরঞ্জনের জন্য ছিল বাউল গান। স্বাস্থ্য পরীক্ষা শিবির। ছিল হাতের কাজের প্রদর্শনীর ব্যবস্থা, ফুটবল প্রতিযোগিতা। যা দেখতে সকল গ্রামবাসী সেখানে এসেছিলেন। এখানে আসার পর গ্রামবাসীরা যেমন বিভিন্ন ইভেন্টগুলি প্রত্যক্ষ্য করেছেন তেমনই তাঁরা গ্রামের উন্নয়নকল্পে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলেন।
advertisement
আরও পড়ুনঃ আবাস যোজনায় দুর্নীতি! প্রতিবাদে ভোট বয়কটের হুঁশিয়ারি কনকনদিঘীতে
ঘোড়ামারার এই গ্রাম সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোকশিক্ষা সহায়ক দেবযানী চৌধুরী ও দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদ সদস্য মহিতোষ দাস। এই গ্রাম সভায় অংশগ্রহণ করার পর গ্রামসভাটিকে অভিনব গ্রাম সভা বলে আক্ষা দিয়েছেন তাঁরা। গ্রামসভায় সকল গ্রামবাসীর অংশগ্রহণ করা খুবই জরুরি বলে জানিয়েছেন তাঁরাও। আগামীদিনে এই গ্রামসভা অন্যান্য গ্রামপঞ্চায়েত গুলিকে পথ দেখাবে বলে মনে করছেন তাঁরা।
Nawab Mallick