South 24 Parganas News: আবাস যোজনায় দুর্নীতি! প্রতিবাদে ভোট বয়কটের হুঁশিয়ারি কনকনদিঘীতে
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
প্রকৃত প্রাপক হয়েও নাম নেই সদ্য প্রকাশিত হওয়া আবাস যোজনার তালিকায়। রয়েছে মাটির বাড়ি। তবুও তালিকায় নাম থাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে কনকনদিঘীর মীরপাড়ায়। স্থানীয় গ্রামবাসীরা এব্যাপারে কনকনদিঘী গ্রাম পঞ্চায়েত ও মথুরাপুর ২ নং ব্লক বিডিও অফিসে যোগাযোগ করেও কোনোও সদুত্তর পাননি বলে অভিযোগ।
#ডায়মন্ডহারবার : প্রকৃত প্রাপক হয়েও নাম নেই সদ্য প্রকাশিত হওয়া আবাস যোজনার তালিকায়। রয়েছে মাটির বাড়ি। তবুও তালিকায় নাম থাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে কনকনদিঘীর মীরপাড়ায়। স্থানীয় গ্রামবাসীরা এব্যাপারে কনকনদিঘী গ্রাম পঞ্চায়েত ও মথুরাপুর ২ নং ব্লক বিডিও অফিসে যোগাযোগ করেও কোনোও সদুত্তর পাননি বলে অভিযোগ। গ্রামবাসীরা জানিয়েছেন যে কনকনদিঘীর মীরপাড়ায় এখনও রয়েছে শতাধিক মাটির বাড়ি। কিছু বাড়ির অবস্থা একেবারেই বেহাল। কোনোরকমে ত্রিপল ঘিরে দিনযাপন করেন তাঁরা। এমন পরিস্থিতিতে আবাস যোজনায় নাম থাকার কথা তাদের।
কিন্তু আশ্চর্যজনকভাবে পাড়ার অধিকাংশ ব্যক্তির নাম তালিকা থেকে বাদ গিয়েছে। একথা জানার পর ক্ষোভে ফুঁসছেন মীরপাড়ার বাসিন্দারা। ঘরের দাবিতে প্রশাসনের সর্বস্তরে জানিয়েও কোনো কাজ না হওয়ায় ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা। সমস্যার কোনোও সমাধান না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তাঁরা। এ নিয়ে স্থানীয় বাসিন্দা আখতার আলি মীর জানান মাটির ঘরে থাকেন তিনি। কোনোরকমে এই ঘরেই দিন কাটান তিনি। আবাস যোজনায় তাঁর নাম না আসায় খুবই ভেঙে পড়েছেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটের আগেই রায়দিঘীতে তৈরি হচ্ছে নতুন রাস্তা, খুশি গ্রামবাসীরা
এভাবে প্রকৃত প্রাপক হয়েও সরকারি তালিকায় নাম না থাকায় এবার পঞ্চায়েত ভোটে ভোট দিতে যাবেন না বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে ওই গ্রামেরই অপর এক বাসিন্দা রোশন আলি মীর জানান ঘরের জন্য সার্ভে করে গিয়েছিল পঞ্চায়েতের লোকজন। কিন্তু তালিকায় কেনো নাম আসেনি তা বুঝতে পারছেন না তাঁরা। এই সমস্যা শুধু যে তাঁর একার তা কিন্তু নয় বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে কনকনদিঘী পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করা হলে কোনও রকম কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও।
advertisement
advertisement
Nawab Mallick
view commentsLocation :
First Published :
December 17, 2022 3:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: আবাস যোজনায় দুর্নীতি! প্রতিবাদে ভোট বয়কটের হুঁশিয়ারি কনকনদিঘীতে