Abhishek Banerjee at Boro Maa Mandir: ‘ধর্ম যার যার বড়মা সবার’, অমাবস্যা শেষের আগেই বড়মার মন্দিরে অভিষেক, পুজো শেষে নিজে হাতে করলেন আরতি, দেখুন ছবিতে
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Abhishek Banerjee at Boro Maa Mandir: নৈহাটির বড়মা কালীর পুজোয় হাজির তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে নৈহাটির অরবিন্দ রোডে বড়মা কালীর পুজো মণ্ডপে হাজির হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*অভিষেক পুজো দিয়ে বলেন, "কালীপুজোর এই শুভক্ষণে, নৈহাটির শ্রী শ্রী বড়মার পবিত্র স্থানে উপস্থিত ছিলাম। আমি অন্তরের ভক্তি-শ্রদ্ধা দিয়ে বড়মাকে পুজো নিবেদন করলাম। তাঁর আশ্চর্য অলৌকিক শক্তি সমগ্র বাংলা তথা দেশের সাধারণ মানুষকে সংকট পরিস্থিতি এবং দুঃখ-কষ্ট থেকে মুক্ত করে। সকল ধর্মের মানুষের প্রতি মায়ের করুণা, আশীর্বাদ সদা বিরাজমান। আদ্যাশক্তি মায়ের আগমনে আলোকোজ্জ্বল হয়ে উঠেছে বাংলার নগর থেকে গ্রামাঞ্চল। মায়ের পুন্যাশিসে বঙ্গবাসীর জীবনে সঞ্চারিত হোক নতুন আশার আলো। প্রদীপের আলোয় অন্ধকার বিলীন হয়ে, উদ্ভাসিত হোক বাংলার সকল মানুষের হৃদয়। রাজ্য তথা দেশের সকল মানুষের শুভকামনার লক্ষ্যে, শ্রী শ্রী বড়মার কাছে আমার এই প্রার্থনা যে, সকল দ্বেষ-গ্লানি, অপশক্তি থেকে মুক্ত হোক এই বাংলার পুণ্যভূমি। উৎসবের মুহূর্তগুলো সকলের সুন্দর কাটুক। রাজ্যবাসীকে জানাই কালীপুজো ও শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা। এরই সাথে জানাই ভাইফোঁটা, ছটপুজো এবং জগদ্ধাত্রী পুজোর আগাম শুভকামনা।"







