আরও পড়ুন: মাধ্যমিক পাশ করেও একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারছে না ৫০ জন পড়ুয়া! কিন্তু কেন
বারুইপুরে পদ্মপুকুরের সোনারতরীর সামনে থেকে শুরু করে কুলপি রোড এই সময় সকাল থেকেই অবরুদ্ধ হয়ে থাকে যানজটের জেরে। কাছারি বাজার সংলগ্ন কল্যানপুর রোডও বন্ধ হয়ে যায়। এর কারণ বারুইপুরের বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকার লিচু, আম, জামরুল, জামের চাষিরা উৎপাদিত ফসল নিয়ে বাজারে বিক্রি করতে বসেন। ঘটনা হল বারুইপুরে এইসব মরশুমি ফলের ব্যপক চাষ হয়। তার জেনেই এমন অবস্থা। ভোর হতেই ঝুড়ি ভর্তি করে ফল নিয়ে চাষিরা সাইকেল, গাড়ি, ভ্যানে করে এসে হাজির হয় ফলের বাজারে। রাস্তাতে সেই সময় পথচারীদের সামান্য হেঁটে যাওয়ার জায়গাও থাকে না। রাস্তার দু’ধারেই ফলের ঝুড়ি নিয়ে জমিয়ে বসে যান তাঁরা। সকালে এই পথ দিয়ে স্কুলে যেতে পড়ুয়াদের নাভিশ্বাস ওঠে। রাস্তায় অটো-টোটো, বাস, লরি সব দাঁড়িয়ে পড়ে।
advertisement
কয়েক ঘন্টার জন্য রাস্তায় যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। এই ঘটনার জন্য সাধারন মানুষ ফল চাষিদের দিকে অভিযোগের আঙুল তুলছে। তবে ফল চাষিদের পাল্টা অভিযোগ, বারুইপুরে এতদিনে কোনও ফলের বাজার গড়ে ওঠেনি। তাই বাধ্য হয়ে তাঁরা রাস্তার উপরে এসে বিক্রি করতে বাধ্য হন। এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই সময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে প্রতিদিন গাড়ি চালকদের সঙ্গে চাষিদের মারামারি বেঁধে যায়। এই ব্যাপারে প্রশাসনের সদর্থক পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন তাঁরা।
সুমন সাহা