আরও পড়ুন: মাত্র দেড় ঘণ্টায় দিঘা, ৬ ঘণ্টায় পুরী! কলকাতার কাছেই চালু দুর্দান্ত রুট
যৌবনের প্রাক মুহুর্ত থেকেই নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছে তারা। বিভিন্ন দোকানে ও ফোন মারফত বিভিন্ন নেশাজাত দ্রব্য দ্রুত পৌঁছে যাচ্ছে বর্তমান প্রজন্মের হাতে। যার বেশির ভাগটাই স্কুল কলেজের ছাত্র ছাত্রী । আর এই নেশাগ্রস্ত হওয়ার ফলে একদিকে তাদের টিবি, লিভার সিরোসিস, গলা, মুখ ও অন্ত্রে ক্যানসারের মত রোগ বাড়ছে।ঠিক তেমনি পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন অসামাজিক কাজ। আবার অনেক ক্ষেত্রে নিষ্পাপ প্রাণ ও চলে যাচ্ছে খুব কম বয়সে।সেজন্য তামাকজাত দ্রব্যের ক্ষতিকারক দিক নিয়ে ছাত্ৰ-ছাত্রীদের সচেতন করতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
advertisement
আরও পড়ুন: মরশুমের শুরুতেই রয়্যাল বেঙ্গলের দর্শন! সুন্দরবনে দারুণ খুশি পর্যটকেরা
এর আগে ফলতা ব্লকের ফলতা গ্রামীন হাসপাতালের উদ্যোগে রামগড়হাট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সচেতনতা শিবির। আর এবার সাগরের জেসি মেমোরিয়াল ইন্সিটিউশানেও এই কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছিলেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার প্রতিনিধি সিন্ধু বেরা সহ স্বাস্থ্য দফতরের অন্যান্য প্রতিনিধি ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্কুলে এই কর্মসূচির আয়োজন করায় খুশি অভিভাবকগণ।
নবাব মল্লিক