Digha Puri Route: মাত্র দেড় ঘণ্টায় দিঘা, ৬ ঘণ্টায় পুরী! কলকাতার কাছেই চালু দুর্দান্ত রুট

Last Updated:
Digha Puri Route: এবার পর্যটকদের জন্য আসতে চলছে সুসংবাদ। ক্রুজে জুড়বে ডায়মন্ডহারবার দিঘা পুরী
1/7
ডায়মন্ডহারবার: বাঙালির অন্যতম প্রিয় পর্যর্টনস্থল হল দীপুদা, অর্থাৎ দিঘা-পুরী-দার্জিলিং। তিনটি না হলেও দুটি ভ্রমণ করতে পারলেই অনেকেই খুশি হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
ডায়মন্ডহারবার: বাঙালির অন্যতম প্রিয় পর্যর্টনস্থল হল দীপুদা, অর্থাৎ দিঘা-পুরী-দার্জিলিং। তিনটি না হলেও দুটি ভ্রমণ করতে পারলেই অনেকেই খুশি হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
2/7
এবার পর্যটকদের জন্য আসতে চলছে সুসংবাদ। ক্রুজে জুড়বে ডায়মন্ড হারবার-দিঘা-পুরী। সৌজন্যে থাকছে ডায়মন্ড হারবার পুরসভা।
এবার পর্যটকদের জন্য আসতে চলছে সুসংবাদ। ক্রুজে জুড়বে ডায়মন্ড হারবার-দিঘা-পুরী। সৌজন্যে থাকছে ডায়মন্ড হারবার পুরসভা।
advertisement
3/7
মূলত পিপিপি (পুরসভা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মডেলে এই উদ্যোগ চালু করার পরিকল্পনা রয়েছে ডায়মন্ডহারবার পৌরসভার।
মূলত পিপিপি (পুরসভা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মডেলে এই উদ্যোগ চালু করার পরিকল্পনা রয়েছে ডায়মন্ডহারবার পৌরসভার।
advertisement
4/7
ইতিমধ্যেই একটি সংস্থা এগিয়ে এসেছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, হুগলি নদী, সমুদ্র উপকূল দিয়ে এই ক্রুজ পৌঁছে যাবে দিঘা এবং পুরীতে।
ইতিমধ্যেই একটি সংস্থা এগিয়ে এসেছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, হুগলি নদী, সমুদ্র উপকূল দিয়ে এই ক্রুজ পৌঁছে যাবে দিঘা এবং পুরীতে।
advertisement
5/7
বাস বা ট্রেনের থেকে অনেক কম সময়েই তা পৌঁছে যেতে পারে। খুব শীঘ্রই এই উদ্যোগ চালু করার জন্য শুরু হবে ট্রায়াল রানও। এই ক্রুজটি ডায়মন্ড হারবার জেটি থেকে ছাড়বে প্রথমে গঙ্গাসাগরে যাবে।
বাস বা ট্রেনের থেকে অনেক কম সময়েই তা পৌঁছে যেতে পারে। খুব শীঘ্রই এই উদ্যোগ চালু করার জন্য শুরু হবে ট্রায়াল রানও। এই ক্রুজটি ডায়মন্ড হারবার জেটি থেকে ছাড়বে প্রথমে গঙ্গাসাগরে যাবে।
advertisement
6/7
এরপর গঙ্গাসাগরে ক্ষনিক অপেক্ষা করার পর তা পুরীর উদ্দেশে রওনা দেবে। এখনও পর্যন্ত সাগরের কপিলমুনির আশ্রম ও পুরীর জগন্নাথ মন্দির একসঙ্গে দর্শন করার সুযোগ খুব কম পাওয়া যায়।
এরপর গঙ্গাসাগরে ক্ষনিক অপেক্ষা করার পর তা পুরীর উদ্দেশে রওনা দেবে। এখনও পর্যন্ত সাগরের কপিলমুনির আশ্রম ও পুরীর জগন্নাথ মন্দির একসঙ্গে দর্শন করার সুযোগ খুব কম পাওয়া যায়।
advertisement
7/7
এই যাত্রাপথে ডায়মন্ড হারবার থেকে পুরী পৌঁছাতে সময় লাগবে ৬ ঘণ্টা। দীঘা যাওয়ার জন্য সময় লাগবে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট। আর মাত্র কিছুদিনের মধ্যেই এই পক্রিয়া শুরু হবে। এরপর চলবে স্বপ্নের যাত্রা। (নবাব মল্লিক)
এই যাত্রাপথে ডায়মন্ড হারবার থেকে পুরী পৌঁছাতে সময় লাগবে ৬ ঘণ্টা। দীঘা যাওয়ার জন্য সময় লাগবে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট। আর মাত্র কিছুদিনের মধ্যেই এই পক্রিয়া শুরু হবে। এরপর চলবে স্বপ্নের যাত্রা। (নবাব মল্লিক)
advertisement
advertisement
advertisement