South 24 Parganas News: মরশুমের শুরুতেই রয়্যাল বেঙ্গলের দর্শন! সুন্দরবনে দারুণ খুশি পর্যটকেরা
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
Last Updated:
বাঙালি ভ্রমণপিপাসুদের কাছে সুন্দরবন মানেই রহস্যে মোড়া এক জায়গা। দিন-রাত নদীপথেই হরিণ, কুমির, পাখি দেখতে দেখতে উপভোগ করেন সকলে।
সুন্দরবন: মরশুমের শুরুতে ফের রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পেলেন পর্যটকরা। লঞ্চ এম বি বাবা দেবেন্দ্রতে চেপে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় নদী বক্ষে ভ্রমণের সময় একটি বাঘকে নদী সাঁতরে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যেতে দেখেন তাঁরা। শীতের মরশুমের শুরুতে এভাবে বাঘের দর্শন পেয়ে খুশি পর্যটকরা।
বাঙালি ভ্রমণপিপাসুদের কাছে সুন্দরবন মানেই রহস্যে মোড়া এক জায়গা। দিন-রাত নদীপথেই হরিণ, কুমির, পাখি দেখতে দেখতে উপভোগ করেন সকলে। বাঘের আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের বেঁচে থাকা মুশকিল হলেও অনেকেই আবার শুধু বাঘ দেখতেই সুন্দরবনে ঘুরতে আসেন। কিন্তু সচরাচর সে আশা পূরণ হয় না। কারণ যখন তখন বাঘমামা সকলকে দেখা দেনন!
advertisement
advertisement
মজা করে তাই বলা হয়, ঘুরতে গিয়ে সুন্দরবনে বাঘ দেখা আর লটারি জেতা খানিকটা একই রকম। সুন্দরবনের জঙ্গলে হঠাৎ বাঘের দেখা পেয়ে তাই আনন্দে ফেটে পড়লেন সুন্দরবন এ ঘুরতে আসা কয়েকজন পর্যটক।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2023 1:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মরশুমের শুরুতেই রয়্যাল বেঙ্গলের দর্শন! সুন্দরবনে দারুণ খুশি পর্যটকেরা