Weekend Gateway: ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিতে দিতে দেখুন আরতি! অলস বিকেলের ঠিকানা হোক বিসর্জন ঘাট

Last Updated:

শিল্প শহরে যন্ত্রের আওয়াজ আর দূষণের মাঝে হাঁপিয়ে উঠেছেন? তাহলে একটা অলস বিকেল কাটিয়ে আসুন দুর্গাপুর বিসর্জন ঘাট থেকে। ধোঁয়া ওঠা চায়ের ভারে চুমুক দিতে দিতে দেখুন দামোদর আরতি।

+
দুর্গাপুর

দুর্গাপুর বিসর্জন ঘাটের সূর্য মন্দির।

দুর্গাপুর: শিল্প শহরে যন্ত্রের আওয়াজ আর দূষণের মাঝে হাঁপিয়ে উঠেছেন? তাহলে একটা অলস বিকেল কাটিয়ে আসুন দুর্গাপুর বিসর্জন ঘাট থেকে। ধোঁয়া ওঠা চায়ের ভারে চুমুক দিতে দিতে দেখুন দামোদর আরতি। চোখের সামনে শান্ত দামোদর। আট থেকে আশি সকলের ভিড়। সব মিলিয়ে একটি উপভোগ্য বিকেল কাটানোর হাতছানি।
দুর্গাপুর বিসর্জন ঘাট। বিগত কয়েক বছরে যার রূপ বদল হয়েছে। এই দুর্গাপুর বিসর্জন ঘাট এখন শহরবাসীর কাছে বিকেল বা সন্ধ্যার অবসর সময় কাটানোর অন্যতম ঠিকানা হয়ে উঠেছে। আপনি যদি সময় কাটাতে চান, তাহলে আপনার ঠিকানা হতে পারে এই জায়গা। আবার যদি দামোদরের পাড়ে সূর্যাস্ত উপভোগ করতে চান, তাহলেও এটি শহরের অন্যতম সেরা সানসেট পয়েন্ট।
advertisement
advertisement
আবার অন্যদিকে যদি কেউ চান একটু আধ্যাত্মিকতার মধ্য দিয়ে সময় কাটাতে, তাহলেও দুর্গাপুর বিসর্জন ঘাট আপনাকে হতাশ করবে না। কারণ এখানে প্রত্যেকদিন আয়োজন করা হয় দামোদর আরতির। পাশাপাশি বিসর্জন ঘাটে গড়ে উঠেছে একটি সূর্য মন্দির। যেখানে নিয়মিত পুজো হয়। সন্ধ্যায় প্রসাদ বিতরণ করা হয়। ফলে আপনার সব রকম চাহিদা পূরণ করতে প্রস্তুত এই জায়গাটি।
advertisement
তাছাড়াও বিসর্জন ঘাটের যত উন্নতি হয়েছে, ততই ছোট ছোট ব্যবসায়ীরাও এখানে এসে বসেছেন। এখানে গেলে আপনি মালাই চায়ের স্বাদ নিতে পারবেন। আবার আছে খিদে মেটানোর প্রচুর সম্ভার। ফলে আপনার একটি অবসর বিকেল বা সন্ধ্যে কাটাতে আপনি টুক করে চলে যেতেই পারেন দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন এই বিসর্জন ঘাটে।
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weekend Gateway: ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিতে দিতে দেখুন আরতি! অলস বিকেলের ঠিকানা হোক বিসর্জন ঘাট
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement