ওই ট্রলারে থাকা মৎস্যজীবীরা বুঝতে পেরে তড়িঘড়ি করে এফবি মা বাসন্তী ওই মৎস্যজীবীটি কে একটি নদীর এক কিনারে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু জলস্রোত থাকার কারণে ফুটো থেকে হু হু করে জল ঢুকতে থাকে ট্রলারটিতে।
আরও পড়ুন- ‘ভয়ঙ্কর মানুষ! ওর জেলে যাওয়া উচিত’, এই বিশেষ কারণেই রাজকে ডিভোর্স দিলেন পরী, ফাঁস হল কারণ
advertisement
আরও পড়ুন- ডিপ ফ্রিজে অতিরিক্ত বরফ জমছে? এখনই ঠিক না করলে কিন্তু চরম বিপদে পড়বেন, সাবধান!
তখনই আশেপাশে থাকা ট্রলার গুলি তড়িঘড়ি করে ওই ট্রলারটির কাছে পৌঁছে ১৪ জন মৎস্যজীবীকে উদ্ধার করে, ট্রলারটি ডুবে যায়, আশেপাশে থাকা মৎস্যজীবী ট্রোলার গুলি ডুবে যাওয়া ওই ট্রলারটিকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করছে বলে জানা যায় মৎস্যজীবী ট্রলার বলে সুন্দরবন সামুদ্রিক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে উদ্ধার করার জন্য কাকদ্বীপ মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে বেশ কয়েকটি ট্রলার সমুদ্রে পাড়ি দিয়েছে।
সুমন সাহা