TRENDING:

South 24 Parganas: মাঝসমুদ্রে ডুবল ট্রলার, ১১ জন বাংলাদেশী মৎস‍্যজীবী উদ্ধার

Last Updated:

মাঝসমুদ্রে ডুবল বাংলাদেশী ট্রলার। প্রবল হাওয়া এবং উত্তাল সমুদ্র থাকায় স্বাধীন ফিশিং নামের ওই বাংলাদেশী ট্রলারটি ডুবে যায়। এই ঘটনায় ১১ জন মৎস‍্যজীবী জলে ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে আসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়দিঘী : মাঝসমুদ্রে ডুবল বাংলাদেশী ট্রলার। প্রবল হাওয়া এবং উত্তাল সমুদ্র থাকায় স্বাধীন ফিশিং নামের ওই বাংলাদেশী ট্রলারটি ডুবে যায়। এই ঘটনায় ১১ জন মৎস‍্যজীবী জলে ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে আসে। এরপর ভারতীয় মা মালবিকা ট্রলার তাদের উদ্ধার করে। নিখোঁজ ১১ জন বাংলাদেশী মৎস‍্যজীবীকে বাঘের চর থেকে উদ্ধার করে আনা হয় রায়দিঘীতে। বর্তমানে রায়দিঘীতে ফিশারম‍্যান ইউনিয়নের ঘরে আনা হয়েছে তাদের। সেখানে রায়দিঘী থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।
উদ্বার বাংলাদেশী মৎস‍্যজীবী
উদ্বার বাংলাদেশী মৎস‍্যজীবী
advertisement

বর্তমানে সকল মৎস‍্যজীবীই সুস্থ আছে বলে খবর। ১১ জন মৎস‍্যজীবী বাংলাদেশের পটুয়াখালীর জেলার মহিপুর ফিশিং হারবার থেকে তারা মাছ ধরতে বেরিয়েছিল বলে খবর। মাঝপথে হঠাৎই আবহাওয়া খারাপ এবং উত্তাল সমুদ্র থাকার কারণে ট্রলারটি ডুবে যায়। উদ্ধার হওয়া মৎসজীবীদের দাবি তাদের সাথে অন‍্যান‍্য বাংলদেশী ট্রলারও ছিল। প্রবল ঝড়ে তারাও দিকভ্রষ্ট হয়ে পড়ে।

advertisement

আরও পড়ুনঃ খারাপ আবহাওয়ার জেরে সাগরে বন্ধ হয়ে গেল ভেসেল পরিষেবা

সেই ট্রলারগুলি কথা বাংলাদেশে জানানো হয়েছে। সেই ট্রলারগুলির খোঁজে তল্লাশিও চলছে বলে খবর। শনিবার রায়দিঘীতে বাংলাদেশী মৎস‍্যজীবীদের নিয়ে আসা হলে বাংলাদেশী মৎসজীবীরা ভারতীয় মৎস‍্যজীবীদের ধন‍্যবাদ জানিয়েছেন। তাদের জীবন বাঁচানোর জন‍্য তারা ভারতীয় মৎসজীবীদের কাছে কৃতজ্ঞ বলে তারা জানিয়েছেন। এ নিয়ে বাংলাদেশী ট্রলারের মাঝি ইব্রাহিম মোল্লা জানিয়েছেন মাঝ সমুদ্রে ডুবতে ডুবতে ফিরে এসেছি। এখন বাড়ি যেতে পারলে খুবই ভালো লাগবে।

advertisement

View More

আরও পড়ুনঃ দুর্যোগে বিপর্যস্ত জেলার বিস্তীর্ণ এলাকা! বিদ‍্যুৎহীন সুন্দরবনের অনেক জায়গা

এ নিয়ে সাউথ সুন্দরবন ফিশারম‍্যান ইউনিয়নের সম্পাদক হারধন ময়রা জানান সকল মৎস‍্যজীবীদের উদ্ধার করতে পেরে ভালো লাগছে। এখন তাদেরকে মৎস‍্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে খাওয়ানোর বন্দোবস্ত করেছি। এরপর সকলকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হলে প্রশাসন ওদেরকে স্বাস্থ্য পরীক্ষা করার পর বাড়ি পাঠানোর বন্দোবস্ত করবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরী থেকে গাছ নিয়ে ডায়মন্ড হারবারে সত্যনারায়ণ, অভিষেকের লক্ষ্যপূরণে নিরন্তর প্রচেষ্টা
আরও দেখুন

Nawab Mallick

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas: মাঝসমুদ্রে ডুবল ট্রলার, ১১ জন বাংলাদেশী মৎস‍্যজীবী উদ্ধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল