বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা হয় এই মেলার। প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে মেলার মাঠে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া মেলায় ফুড, ফ্যাশন ও বিনোদনের জন্য আলাদ পার্ক গড়ে তোলা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে প্রতিদিন সুন্দরবনের বিভিন্ন লোক সংস্কৃতির আয়োজন করা হবে। মেলার সভাপতি তথা কুলতলি মিলনতীর্থ সোসাইটির প্রতিষ্ঠাতা লোকমান মোল্লা জানান প্রতি বছর সুন্দরবনের কৃষ্টি মেলা লোকসংস্কৃতি উৎসবের একটি ভাবনা থাকে।
advertisement
আরও পড়ুনঃ আধার কার্ড তৈরি করতে গিয়ে সমস্যায় জেরবার সুন্দরবনের মানুষজন
যে ভাবনা সুন্দরবন বাসির কান্না এবং বেদনাকে তুলে ধরা। এবারের ভাবনা ক্যানিং সুন্দরবন ঝড়খালি রেললাইন সম্প্রসারণ দ্বিতীয় প্রতিবছর সুন্দরবনে ঝড় বন্যা খরা লেগে থাকে। সুন্দরবনের একমাত্র ভরসা, চাষবাস সেই চাষবাস বন্ধ হয়ে যাচ্ছে সুন্দরবনের জীবিকাই টান পড়ছে। সুন্দরবনের মানুষের বিভিন্ন দাবী তোলা হবে এই মেলা থেকে। ২৯ তারিখ পর্যন্ত এই মেলা চলবে।
Suman Saha