South 24 Parganas News: আধার কার্ড তৈরি করতে গিয়ে সমস্যায় জেরবার সুন্দরবনের মানুষজন
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
- Reported by:Ananya Chakraborty
Last Updated:
নতুন আধার কার্ড তৈরি করতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন সুন্দরবনের মানুষজন। সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে নতুন আধার কার্ড তৈরির জন্য সমস্ত জায়গায় কাউন্টার না থাকায় তাদেরকে যেতে হচ্ছে প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার দূরে পোস্ট অফিস বা অন্যান্য আধার কেন্দ্রগুলিতে।
#কাকদ্বীপ : নতুন আধার কার্ড তৈরি করতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন সুন্দরবনের মানুষজন। সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে নতুন আধার কার্ড তৈরির জন্য সমস্ত জায়গায় কাউন্টার না থাকায় তাদেরকে যেতে হচ্ছে প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার দূরে পোস্ট অফিস বা অন্যান্য আধার কেন্দ্রগুলিতে। ফলে খুবই অসুবিধায় পড়েছেন তাঁরা। বড়োদের আধার কার্ডের সংশোধনের যেমন সমস্যা রয়েছে, তার সঙ্গে রয়েছে শিশুদের জন্য নতুন আধারকার্ড তৈরি করার সমস্যা। এই আধার কার্ড তৈরি করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন তাঁরা।
এর ফলে সুন্দরবনের একাধিক জায়গায় সাধারণ মানুষজনের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সম্প্রতি কাকদ্বীপের একটি পোস্ট অফিসের আধার কার্ড তৈরির কেন্দ্রে এমন বিক্ষোভ ঘটায় সেই ছবি সামনে চলে এসেছে। মূলত সাধারণ মানুষজনের দাবি সমস্ত এলাকায় আরও বেশি করে আধার কেন্দ্র খুলতে হবে। তা না হলে সমস্যা আরও বাড়বে দিনের পর দিন।
advertisement
আরও পড়ুনঃ মাথায় বন্ধুক ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি! গ্রেফতার ৬ দুষ্কৃতী
এ নিয়ে পাথরপ্রতিমার প্রত্যন্ত অঞ্চল রাক্ষসখালির এক বাসিন্দা অঞ্জন মাইতি জানান আধার কার্ড সংশোধন করতে এসে একাধিকবার ফিরে যেতে হয়েছে। ভোর থেকে লাইন দিয়েও মিলছে না পরিষেবা। সমস্ত দিনে আবার ৫০ টির বেশি আধার কার্ড তৈরিও হচ্ছেনা। এভাবে বারবার ফিরে যাওয়ায় অসুবিধায় পড়েছেন তিনি। এ নিয়ে কাকদ্বীপের এক বাসিন্দা কল্পনা বিশ্বাস জানান স্থানীয় হয়েও পোস্ট অফিস থেকে আধার কার্ড তৈরি করতে পারছেননা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বেহাল অবস্থা মাঝের খেয়ার ঘাটের! অসুবিধায় স্থানীয়রা
কখনও কখনও পোস্ট অফিস থেকে টোকেন দেওয়া হচ্ছে। কিন্তু সেই টোকেন অনুযায়ী কাজও হচ্ছেনা। আধারকার্ড তৈরি তো দূরের কথা টোকেন ও মিলছে না সবসময়। সুন্দরবনের বিভিন্ন এলাকার এই আধারকার্ড তৈরির সমস্যা দিনের পর দিন প্রকট হচ্ছে। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়।
advertisement
Nawab Mallick
view commentsLocation :
First Published :
December 22, 2022 2:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: আধার কার্ড তৈরি করতে গিয়ে সমস্যায় জেরবার সুন্দরবনের মানুষজন