South 24 Parganas News: মাথায় বন্ধুক ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি! গ্রেফতার ৬ দুষ্কৃতী

Last Updated:

বিষ্ণুপুরের তপনা মোড়ে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মাথায় বন্ধুক ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতির কিনারা করলো পুলিশ, গ্রেফতার করলো ৬ দুষ্কৃতীকে। অটোর সূত্রধরে ডাকাতির কিনারা করলো পুলিশ, ডাকাতিতে ব্যবহার করা অটোর সূত্র ধরেই কিনারা করে বিষ্ণুপুর থানার পুলিশ।

#বিষ্ণুপুর : বিষ্ণুপুরের তপনা মোড়ে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মাথায় বন্ধুক ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতির কিনারা করলো পুলিশ, গ্রেফতার করলো ৬ দুষ্কৃতীকে। অটোর সূত্রধরে ডাকাতির কিনারা করলো পুলিশ, ডাকাতিতে ব্যবহার করা অটোর সূত্র ধরেই কিনারা করে বিষ্ণুপুর থানার পুলিশ। উদ্ধার ছয় ডাকাত সহ ডাকাতির সামগ্রী। পয়লা ডিসেম্বর বুধবার গভীর রাতে বিষ্ণুপুর থানা এলাকার তপনার মোড়ে একটি বাড়ির একতালা বাড়ির দরজার তালা ভেঙে বাড়ির মধ্যে ঢোকে ডাকাত দল।
বাড়ির মধ্যে দরজা ভাঙার শব্দ শুনে ঘরের বাইরে আসতেই সুমন মন্ডল পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের মাথায় বন্দুক ঠেকিয়ে। বাড়ির অন্যান্য সদস্যদের। বাড়ি থাকা সোনা নগত টাকা সহ প্রায় কয়েক লক্ষ টাকার ডাকাতি করে । চম্পট দেয় ডাকাত দল। ডাকাত দলের প্রত্যেকের মুখ বাধা ছিলো রুমাল দিয়ে। বাড়ির সমস্ত লাইট বন্ধ করে দেয়। পরে পুলিশ তদন্ত নেমে গ্রেফতার করে ডাকাত দল। তবে এ বিষয়ে পরিবার সূত্রে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বেহাল অবস্থা মাঝের খেয়ার ঘাটের! অসুবিধায় স্থানীয়রা
পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে এই লোকগুলি সেদিন রাতে ডাকাতি করতে এসেছিল। এদের মধ্যে আরও একটি যুবক সেই ব্যক্তিটি পরিবারের এক যুবকের মাথায় বন্দুক ঠেকিয়ে ছিলো। এই কাজের জন্য বিষ্ণুপুর থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে পাশাপাশি তারা আরো বলেন এত তাড়াতাড়ি ওনারা কাজটা করেছেন তার জন্য আমরা খুব খুশি।
advertisement
advertisement
Suman Saha
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মাথায় বন্ধুক ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি! গ্রেফতার ৬ দুষ্কৃতী
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement