মিটিংয়ে ফেঁসে গেছি...নিড হেল্প!' DM-এর মেসেজ পেয়ে ঘাবড়ে যান আধিকারিকরা, তড়িঘড়ি এসেই সর্বনাশ, এ কী হল?

Last Updated:
“I'm stuck in a meeting... I need help! Where are you?” — এমনই একটি বার্তা হঠাৎ পৌঁছে যায় গয়ার একাধিক সরকারি আধিকারিকের কাছে। প্রেরকের নাম দেখে সকলে হতবাক — বার্তাটি পাঠানো হয়েছে গয়া জেলার জেলাশাসক (DM) শশাঙ্ক শুভঙ্কর-এর নামে!
1/8
“I'm stuck in a meeting... I need help!” — এই বার্তাই সোমবার রাতে পৌঁছে যায় গয়ার একাধিক আধিকারিকের ফোনে। প্রেরকের নাম দেখে সকলে থমকে যান — বার্তাটি এসেছে জেলাশাসক শশাঙ্ক শুভঙ্কর-এর নামে!
“I'm stuck in a meeting... I need help!” — এই বার্তাই রাতে পৌঁছে যায় গয়ার একাধিক আধিকারিকের ফোনে। প্রেরকের নাম দেখে সকলে থমকে যান! বার্তাটি এসেছে জেলাশাসক শশাঙ্ক শুভঙ্কর-এর নামে!
advertisement
2/8
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে গয়া জেলার কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক ওই ভুয়ো অ্যাকাউন্ট থেকে বার্তা পান।বার্তায় লেখা ছিল, “আমি মিটিংয়ে আছি, সাহায্য চাই।”
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে গয়া জেলার কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক ওই ভুয়ো অ্যাকাউন্ট থেকে বার্তা পান। বার্তায় লেখা ছিল, “আমি মিটিংয়ে আছি, সাহায্য চাই।” সবাই আঁচ করেন, তিনি কোনও বিপদে পড়েছেন।
advertisement
3/8
বার্তার প্রেরক হিসেবে দেখা যায় District Magistrate Shashank Shubhankar, সঙ্গে তাঁর আসল ছবিও ব্যবহার করা হয়েছিল প্রোফাইল ফটো হিসেবে।
বার্তার প্রেরক হিসেবে দেখা যায় District Magistrate Shashank Shubhankar, সঙ্গে তাঁর আসল ছবিও ব্যবহার করা হয়েছিল প্রোফাইল ফটো হিসেবে।
advertisement
4/8
অ্যাকাউন্টটি তৈরি হয়েছে +84 376053164 নম্বর ব্যবহার করে।এ খবর জানতে পেরে জেলাশাসক নিজেই প্রশাসনিক মহলে সতর্কবার্তা জারি করেন। তিনি জানান, ওই WhatsApp অ্যাকাউন্ট সম্পূর্ণ ভুয়ো এবং জেলার প্রশাসনের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।
অ্যাকাউন্টটি তৈরি হয়েছে +84 376053164 নম্বর ব্যবহার করে। এ খবর জানতে পেরে জেলাশাসক নিজেই প্রশাসনিক মহলে সতর্কবার্তা জারি করেন। তিনি জানান, ওই WhatsApp অ্যাকাউন্ট সম্পূর্ণ ভুয়ো এবং জেলার প্রশাসনের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।
advertisement
5/8
ঘটনাটিকে গুরুতর সাইবার অপরাধ বলে মন্তব্য করেছেন জেলাশাসক শশাঙ্ক শুভঙ্কর। তিনি সমস্ত সরকারি আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ওই অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত কোনও বার্তা বা নির্দেশ যেন কেউ অনুসরণ না করেন।
ঘটনাটিকে গুরুতর সাইবার অপরাধ বলে মন্তব্য করেছেন জেলাশাসক শশাঙ্ক শুভঙ্কর। তিনি সমস্ত সরকারি আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ওই অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত কোনও বার্তা বা নির্দেশ যেন কেউ অনুসরণ না করেন।
advertisement
6/8
তিনি আরও জানান, যে বা যারা এই কাজের সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি আধিকারিকদের পরিচয় ব্যবহার করে প্রতারণা বা বিভ্রান্তি ছড়ানো একেবারেই সহ্য করা হবে না।
তিনি আরও জানান, যে বা যারা এই কাজের সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি আধিকারিকদের পরিচয় ব্যবহার করে প্রতারণা বা বিভ্রান্তি ছড়ানো একেবারেই সহ্য করা হবে না।
advertisement
7/8
জেলাশাসক সাইবার সিকিউরিটি বিভাগের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSP)-কে নির্দেশ দিয়েছেন, পুরো ঘটনার প্রযুক্তিগত তদন্ত শুরু করতে এবং দায়ী ব্যক্তিকে শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে।
জেলাশাসক সাইবার সিকিউরিটি বিভাগের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSP)-কে নির্দেশ দিয়েছেন, পুরো ঘটনার প্রযুক্তিগত তদন্ত শুরু করতে এবং দায়ী ব্যক্তিকে শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে।
advertisement
8/8
জেলাশাসক বলেছেন, “যদি কোনও সন্দেহজনক বার্তা, কল বা নম্বর থেকে যোগাযোগ আসে, সঙ্গে সঙ্গে প্রশাসন বা পুলিশের কাছে জানাবেন।”তিনি সাধারণ নাগরিকদের সতর্ক করে বলেন, “অপরিচিত নম্বর বা সরকারি পরিচয় ব্যবহারকারী ভুয়ো অ্যাকাউন্টে প্রতিক্রিয়া দেবেন না।”
সাধারণের উদ্দেশে জেলাশাসক বলেছেন, “যদি কোনও সন্দেহজনক বার্তা, কল বা নম্বর থেকে যোগাযোগ আসে, সঙ্গে সঙ্গে প্রশাসন বা পুলিশের কাছে জানাবেন।” তিনি সাধারণ নাগরিকদের সতর্ক করে বলেন, “অপরিচিত নম্বর বা সরকারি পরিচয় ব্যবহারকারী ভুয়ো অ্যাকাউন্টে প্রতিক্রিয়া দেবেন না।”
advertisement
advertisement
advertisement