এরপরে পরিবারের লোকেরা স্থানীয় কবরস্থানে তাঁকে কফিনবন্দি অবস্থায় কবর দেয়। সোমবার হঠাৎ কবরস্থানের পাশ দিয়ে বেশ কিছু স্থানীয় যাতায়াত করার সময় দেখতে পান যে কবরের মাটি ছড়িয়ে কবর খোঁড়া রয়েছে। এই খবর পরিবারের লোকেদের কাছে পৌঁছলে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন গোমা তামাংয়ের কবর খোঁড়া এবং পরনে যে বস্ত্র ছিল সেই বস্ত্র, মাথার টুপি, কপিনের কাঠ ,সব বাইরে পড়ে রয়েছে।
advertisement
আরও পড়ুন: সাইকেল চুরির কিনারা করতে গিয়ে এগুলি কী উদ্ধার হল? নবদ্বীপে তোলপাড়
পরিবারের লোকেদের দাবি, মৃতদেহ থেকে অঙ্গ চুরি করা হয়েছে। সমস্ত বিষয়টি নকশালবাড়ি থানায় জানানো হয়েছে। মৃতার পরিবারের লোকেরা ম্যাজিস্ট্রেট তদন্তের দাবি তুলেছেন। অন্যদিকে, একই ঘটনা ঘটেছে ফাঁসিদেওয়া ছোট পথু এলাকার ভতনজোত শ্মশানে। সেখানে মৃতদেহের মাথার খুলি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। এদিন শ্মশানে পুরোহিত পুজো দিতে গিয়েই তাঁর নজরে আসে যে মাটি খোঁড়া অবস্থায় রয়েছে। লোকমুখে জানাজানি হতে পুরো খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
আরও পড়ুন: কবর থেকে আচমকা উধাও কঙ্কালের মাথা! রাজগঞ্জে তুমুল শোরগোল
তারপরেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। গোটা ঘটনায় পুলিশি তদন্তের দাবি জানান স্থানীয় পঞ্চায়েত সদস্য মোহাম্মদ আলি। তিনি বলেন, "এই ধরনের ঘটনা মোটেই কাম্য নয়। পুলিশ তদন্ত করুক এবং দোষীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।"
অনির্বাণ রায়