Nadia News: সাইকেল চুরির কিনারা করতে গিয়ে এগুলি কী উদ্ধার হল? নবদ্বীপে তোলপাড়
- Published by:Raima Chakraborty
Last Updated:
Nadia News: ব্যবসার আড়ালে মারাত্মক কাণ্ড ব্যবসায়ীর। পুলিশেরও চক্ষু চড়কগাছে।
নবদ্বীপ: এ যেন কেঁচো খুঁড়তে কেউটে। সাইকেল চুরির কিনারা করতে গিয়ে খোঁজ মিলল চোরাই মাল কেনাবেচার এক গোপন আস্তানা। সেই আস্তানা থেকেই উদ্ধার হল অসংখ্য সাইকেল, কাঁসা-পিতলের বাসনপত্র, থালা, গ্লাস, বাটি, বালতি, হাঁড়ি, কলসি-সহ পুজোর বিভিন্ন সামগ্রী।
মিলেছে বেশ কয়েকটি গ্যাস ওভেন, কয়েকটি সিলিন্ডার, বৈদ্যুতিন মোটর, সোনা ও রুপোর গয়না, মোবাইল ফোন। এমনকী বস্তা বোঝাই পর্দার কাপড়-সহ গৃহস্থের বাড়িতে ব্যবহারের অন্যান্য জিনিসপত্র। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার জিনিস। এই ঘটনার খবর জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপে।
এই ঘটনায় নবদ্বীপ পুরসভার ৬ নং ওয়ার্ডের প্রাচীন মায়াপুর নিমতলা মোড়ের এক ইমারত দ্রব্য ব্যবসায়ীকে পুলিশ থানায় নিয়ে যায়। চোরাই মাল উদ্ধারের খবর জানাজানি হতেই ওই ব্যবসায়ীর বাড়ির সামনে জড়ো হন বিভিন্ন বয়সের মানুষ। বেশ কয়েকজন স্কুল-কলেজ পড়ুয়াও তাঁদের চুরি যাওয়া সাইকেলের খোঁজ পেতে ভিড় করেছিলেন। অনেককে বলতে শোনা যায় কিছুদিন আগে ছেলের সাইকেল চুরি হয়েছে, কেউ বলছেন বোনের সাইকেলটা চুরি গিয়েছে। তাঁরা এসবেরই খোঁজ নিতে শুরু করেন।
advertisement
advertisement
আরও পড়ুন: কবর থেকে আচমকা উধাও কঙ্কালের মাথা! রাজগঞ্জে তুমুল শোরগোল
দীর্ঘদিন চুরির বাড়বাড়ন্ত হওয়ায় ক্ষুব্ধ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশকর্মী এবং নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। চুরি যাওয়া হাজারও মালপত্র দেখে সকলেই রীতিমতো হতবাক। জানা গিয়েছে, প্রাচীন মায়াপুর নিমতলার মোড়ের গৌতম কর্মকার ওরফে মনা দীর্ঘদিন যাবৎ ইট, বালি, পাথর ইত্যাদি ইমারতি দ্রব্যের কারবার করেন। এই ব্যবসার আড়ালে চোরাই মালের কারবার চালাচ্ছিলেন ওই ব্যবসায়ী। তবে স্থানীয় বাসিন্দারা কখনও টের পাননি। এদিনের ঘটনা দেখে রীতিমতো অনেকেই হতবাক হয়ে যান।
advertisement
আরও পড়ুন: অফিসের অবসরে বেড়াতে গিয়েই সব শেষ, সিকিমে তুষারধসে সৌরভের মৃত্যু! চোখের জলে বিদায়...
এদিন প্রাচীন মায়াপুর জন্মস্থান পাড়ার কাছে এক সাইকেল চোরকে ধরতেই অন্য এক বিশাল চোরা কারবারির কাণ্ড সামনে বেরিয়ে আসে। জানা গিয়েছে, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই এই চোরাই মাল কিনতেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকা জুড়েই দিনের পর দিন চুরি বেড়ে গিয়েছিল এমনকী গাঁজা, মদ, হেরোইন আসক্ত ব্যক্তিদের সঙ্গেই ওই দোকানদারের যোগাযোগ ছিল। এইসব চোরেরা নবদ্বীপের বিভিন্ন এলাকা থেকে চুরি করে এনে এই ইমারত ব্যবসায়ীর কাছেই বিক্রি করে।
advertisement
নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, 'বিশ্বাস হচ্ছে না একজন ব্যবসায়ী ব্যবসার আড়ালে এই কারবার করতেন। চুরি, গুন্ডামি-সহ এই সব অসামাজিক কাজের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।'
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2023 5:00 PM IST