Siliguri News: কবর থেকে আচমকা উধাও কঙ্কালের মাথা! রাজগঞ্জে তুমুল শোরগোল
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Siliguri News: অবাক করা ঘটনা, কবরস্থান থেকে ৪৮ দিন আগের মৃতদেহর মাথা গায়েব।
রাজগঞ্জ: অবাক করা ঘটনা, কবরস্থান থেকে ৪৮ দিন আগের মৃতদেহর মাথা চুরি করে নিয়ে গেল চোর। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালী অঞ্চলের ভান্ডারীগঞ্জ এলাকায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা যায় কিছুদিন আগে রাত আটটা নাগাদ রাজগঞ্জের সুকানি অঞ্চল অফিসের কিছুটা দূরেই দুই বন্ধুর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। এরপর তাদের তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হলে দুদিন চিকিৎসার পর মারা যায় তারা। ঘটনায় রাজগঞ্জ থানায় অভিযোগ দায়েরও হয়েছিল।
আরও পড়ুন: ডিম আমিষ নাকি নিরামিষ কখনও ভেবে দেখেছেন? উত্তর জানলে চমকে যাবেন
কিন্তু হঠাৎ গতকাল বিকেলে দেখা যায় কবরস্থানে কবরের মাটি সরিয়ে মৃতদেহের মাথা নিয়ে উধাও হয়ে যায়। ঘটনায় আমবাড়ি আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। এলাকায় এমন ঘটনা এর আগে কখনও হয়নি বলে জানা যায়।
advertisement
advertisement

আরও পড়ুন: ৭ সন্তানের বাবা-মা আরেক সন্তান চেয়েছিলেন, হাসপাতালে অস্ত্রোপচারের পর চোখ কপালে সকলের! একসঙ্গে আরও ৫
স্থানীয়দের একাংশ মনে করছে, তাদের ইচ্ছাকৃত ভাবে খুন করা হয়েছে। যদি ভবিষ্যতে সিবিআই তদন্ত হয় তারই জন্য প্রমাণ লোপাট করার চেষ্টা করে এই পরিকল্পনা করা হয়েছে। মৃতের পরিবারের দাবি, পুলিশ দ্রুত তদন্ত করে যথারীতি ব্যবস্থা নিক। মৃতের নাম শাহেদ আলি বয়স ১৭। কী ভাবে কবর থেকে কঙ্কালের মাথা চুরি হল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2023 7:43 PM IST