এই সমস্ত বাদ্য যন্ত্র গুলোর প্রশিক্ষণ যেমন নিতে পারবে তরুণ পুলিশ কর্মীরা ঠিক তেমনি তাদের সন্তানদের জন্যও এই ব্যবস্থা করেছে। পুলিশ ব্যাটেলিয়নের ডিএসপি উদয় ছেত্রী জানান, উদ্বোধনের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পুলিশ হাউসিং কমপ্লেক্স এর মাঠে। যেখানে ফুলবাড়ী পুলিশ ব্যাটেলিয়ন হাউসিং কমপ্লেক্সের পুলিশকর্মী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে। কার্যত এই ধরনের প্রচেষ্টায় বেশ খুশি লক্ষ করা যায় পুলিশকর্মীদের পরিবারদের মধ্যে।
advertisement
আরও পড়ুনঃ কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খুলল বালাসন সেতু
এদিন পুলিশকর্মীদের স্ত্রীরা জানান, এই উদ্যোগে তারা অত্যন্ত খুশি। কাজের ব্যস্ততার ফলে স্বামীরা পরিবারে ঠিক করে সময় দিতে পারে না, এবং এই উদ্যোগের ফলে তাদের সন্তানরা বাড়ি থেকেই সঙ্গীত প্রশিক্ষণ নিতে পারবে যার ফলে তারা উপকৃত হবেন। এছাড়া তাদের সন্তানদের ভবিষ্যত ভালো হবে বলে মনে করছেন তারা।
আরও পড়ুনঃ রায় কলোনির রাস্তা যেন হয়ে উঠেছে মরণ ফাঁদ! নীরব প্রশাসন
ডিএসপি উদয় ছেত্রী জানান কাজের জন্য সবসময়ই পুলিশদের বাইরে থাকতে হয়, মানুষের সেবাই তাদের আসল ধর্ম , মানুষের সেবা করতে গিয়ে পরিবারের কথা ভুলে গিয়েই তাদের কাজ করতে হয় , তাই যাতে পরিবারের লোকজনের সুবিধা হয় নিজেদের হাউসিং কমপ্লেক্স সেই সংগীত শিক্ষার ব্যবস্থা করলেন তিনি। সংগীত শিক্ষার জায়গা নিজেদের এত কাছে পেয়ে খুশি পুলিশকর্মীর পরিবারের লোকেরা।
Anirban Roy