TRENDING:

Siliguri: সঙ্গীত চর্চার নতুন জায়গা পুলিশ আবাসনে, খুশি পরিবারের সদস্যরা

Last Updated:

দিনরাত মানুষের সেবা ও নিজেদের দায়িত্ব পালন করে চলেছে পুলিশকর্মীরা। পরিবার ও সন্তানদের কথা না ভেবে তাদের নিরলস পরিশ্রম করে চলছে তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ফুলবাড়ি : দিনরাত মানুষের সেবা ও নিজেদের দায়িত্ব পালন করে চলেছে পুলিশকর্মীরা। পরিবার ও সন্তানদের কথা না ভেবে তাদের নিরলস পরিশ্রম করে চলছে তারা। এবার পুলিশকর্মী ও পুলিশকর্মীদের সন্তানদের বাদ্য যন্ত্র ও সঙ্গীত চর্চার করার জায়গা হল শিলিগুড়ি ফুলবাড়ী ব্যাটেলিয়ন পুলিশ হাউসিং কমপ্লেক্সে।নাদ বিদ্যা সঙ্গীত অ্যাকাডেমির মাধ্যেমে ও সঙ্গীত শিল্পী সৌরভ হোম রায়ের প্রচেষ্টায় এই সঙ্গীত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় ফুলবাড়ী পুলিশ ব্যাটেলিয়ন হাউসিং কমপ্লেক্সের একটি কক্ষকে রূপ দেওয়া হয়েছে সঙ্গীত চর্চা অ্যাকাডেমির। যেখানে রয়েছে তবলা, ড্রাম, ঢাক গিটার থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের বাদ্য যন্ত্র।
advertisement

 

 

এই সমস্ত বাদ্য যন্ত্র গুলোর প্রশিক্ষণ যেমন নিতে পারবে তরুণ পুলিশ কর্মীরা ঠিক তেমনি তাদের সন্তানদের জন্যও এই ব্যবস্থা করেছে। পুলিশ ব্যাটেলিয়নের ডিএসপি উদয় ছেত্রী জানান, উদ্বোধনের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পুলিশ হাউসিং কমপ্লেক্স এর মাঠে। যেখানে ফুলবাড়ী পুলিশ ব্যাটেলিয়ন হাউসিং কমপ্লেক্সের পুলিশকর্মী তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে। কার্যত এই ধরনের প্রচেষ্টায় বেশ খুশি লক্ষ করা যায় পুলিশকর্মীদের পরিবারদের মধ্যে।

advertisement

View More

আরও পড়ুনঃ কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খুলল বালাসন সেতু

 

 

এদিন পুলিশকর্মীদের স্ত্রীরা জানান, এই উদ্যোগে তারা অত্যন্ত খুশি। কাজের ব্যস্ততার ফলে স্বামীরা পরিবারে ঠিক করে সময় দিতে পারে না, এবং এই উদ্যোগের ফলে তাদের সন্তানরা বাড়ি থেকেই সঙ্গীত প্রশিক্ষণ নিতে পারবে যার ফলে তারা উপকৃত হবেন। এছাড়া তাদের সন্তানদের ভবিষ্যত ভালো হবে বলে মনে করছেন তারা।

advertisement

আরও পড়ুনঃ রায় কলোনির রাস্তা যেন হয়ে উঠেছে মরণ ফাঁদ! নীরব প্রশাসন

 

 

ডিএসপি উদয় ছেত্রী জানান কাজের জন্য সবসময়ই পুলিশদের বাইরে থাকতে হয়, মানুষের সেবাই তাদের আসল ধর্ম , মানুষের সেবা করতে গিয়ে পরিবারের কথা ভুলে গিয়েই তাদের কাজ করতে হয় , তাই যাতে পরিবারের লোকজনের সুবিধা হয় নিজেদের হাউসিং কমপ্লেক্স সেই সংগীত শিক্ষার ব্যবস্থা করলেন তিনি। সংগীত শিক্ষার জায়গা নিজেদের এত কাছে পেয়ে খুশি পুলিশকর্মীর পরিবারের লোকেরা।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: সঙ্গীত চর্চার নতুন জায়গা পুলিশ আবাসনে, খুশি পরিবারের সদস্যরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল