Siliguri: কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খুলল বালাসন সেতু
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলে গেল শিলিগুড়ির বালাসন সেতু। গতবছর ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় বালাসন সেতুর একাংশ। ফলে ওই পথ দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন।
#শিলিগুড়ি : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলে গেল শিলিগুড়ির বালাসন সেতু। গতবছর ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় বালাসন সেতুর একাংশ। ফলে ওই পথ দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। যানজট সমস্যা নিয়ন্ত্রণ করতে নদীর উপর তৈরি করা হয় বিকল্প অস্থায়ী সেতু। সঙ্গে মূল সেতুর ওপর চলতে থাকে কাজ, তৈরি করা হয় বেইলি ব্রীজ।তবে এবছর ভারী বৃষ্টিতে জলের স্রোতে ভেসে যায় অস্থায়ী সেতু ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় শিলিগুড়ির রাস্তায়। ঘুরপথে শিলিগুড়ি থেকে বাগডোগরা যেতে হয় যানবাহন চালকদের ।
পরে অবশ্য বেইলি ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দিয়ে একমুখী যান চলাচল শুরু করে প্রশাসন। যার ফলে ব্যাপক যানযটের সম্মুখীন হতে হয় কমবেশি প্রতিটি শিলিগুড়ি বাসীদের। অবশেষে টানা চার দিন বেইলি সেতুর উপর সম্পূর্ণ যান চলাচল বন্ধ করে বেইলি ব্রিজ খোলার কাজ চলতে থাকার পর সোমবার থেকে পুরোপুরি যানচলাচল শুরু হলো বালাসন সেতুর উপর।
advertisement
আরও পড়ুনঃ রায় কলোনির রাস্তা যেন হয়ে উঠেছে মরণ ফাঁদ! নীরব প্রশাসন
এদিন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, পুলিশ কমিশনার গৌরব শর্মা, ট্রাফিক ডিএসপি অভিষেক গুপ্তা, রাজিব চট্টরাজ চিফ ইঞ্জিনিয়ার পিডাব্লিউডি এনএইচ ডিভিশন সকলে বলাসন সেতু পরিদর্শনের পর খুলে দেওয়া হয়। চিফ ইঞ্জিনিয়ার রাজিব চট্টরাজ জানান \"এটা আমাদের কাছেও অনেকটাই চ্যালেঞ্জিং ছিল কারণ এই ব্রিজ ১৯৬৪ সালে তৈরি করা হয়েছিল ওই ব্রিজটাকে ভেঙে যাওয়া ভেঙে যাওয়া জায়গাটি দু'পাশে সাপোর্টিং পিলার বসিয়ে তার উপর দিয়ে বেলি ব্রিজ করে দি,তারপর সেটাকে ঠিক করতে পেরে আমরা ভীষণ খুশি\"।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শহরের মাঝে ডাম্পিং গ্রাউন্ড! দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত বাসিন্দাদের
অন্যদিকে মেয়র গৌতম দেব জানান এই তবে সব রকম যান চলাচল করলেও বেশ ভাড়ি গাড়ি উপর থাকছে নিষেধাজ্ঞা । তবে দীর্ঘ কয়েক মাস পরে বালাসন সেতু খুলে যাওয়াই ভারী যানজট থেকে অনেকটাই মুক্তি পাবে সকলে বলে মনে করছেন অনেকেই।
advertisement
Anirban Roy
Location :
First Published :
August 22, 2022 2:52 PM IST