উল্লেখ্য ১৪ই জুলাই থেকে ২০শে জুলাই পর্যন্ত রাজ্য জুড়ে বনমহোৎসব কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে এদিন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হল। রাজ্য জুড়ে একদিনে ২৫ লক্ষ চারা গাছ রোপন করা হবে।
আরও পড়ুনঃ শ্রাবণ মাসের শুরুতেই জল ঢালতে ভিড় পুণ্যার্থীদের! কোথায় সেই জাগ্রত শিবের মন্দির?
অন্য দিকে, তারই অঙ্গ হিসেবে এদিন ফাড়াবাড়ি প্রাথমিক স্কুলের মাঠে স্কুল ও কলেজ পড়ুয়া, স্বেচ্ছাসেবী সংগঠন এবং পরিবেশ প্রেমীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
advertisement
আরও পড়ুনঃ সপ্তাহব্যাপী বনমহোৎসব কর্মসূচি, উদ্বোধন করা হল ট্যাবলোর
প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করে শিলিগুড়ির ফাড়াবাড়ি প্রাথমিক স্কুল সংলগ্ন বনাঞ্চলে স্কুল পড়ুয়াদের নিয়ে বৃক্ষরোপণ করা হয়। প্রায় ২৫০০ চারাগাছ রোপণ করা হয়। এছাড়াও ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড হাতে বৃক্ষরোপণ এবং পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরেন।
শিলিগুড়ি খবর | Siliguri News
সিসিএফ সমীর গজমের জানিয়েছে, “প্রতিবছরই এই সময়টা বন সপ্তাহ হিসেবে পালন করা হয়। তবে এ বছর একটু নতুনত্ব হিসাবে গোটা রাজ্য জুড়ে ২৫ লক্ষ চারা গাছ রোপন করা হবে। রাজ্যের সমস্ত বন বিভাগের ডিভিশনগুলোতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে এই ২৫ লক্ষ কাজ শুধু লাগানো নয় তার দেখভাল কিভাবে করতে হয় সেটা নজর রাখতে হবে।”
অনির্বাণ রায়