Van Mahotsav: সপ্তাহব্যাপী বনমহোৎসব কর্মসূচি, উদ্বোধন করা হল ট্যাবলোর

Last Updated:

এক সপ্তাহব্যাপী বন মহোৎসব পালন শিলিগুড়িতে। এই জন্য উদ্বোধন করা হয় ট্যাবলোর।

+
title=

শিলিগুড়ি: গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও পালিত হচ্ছে বনমহোৎসব। বিভিন্ন জায়গায় চারা গাছ লাগিয়ে এই উৎসবের সূচনা হয়েছে। প্রতিবছরই এক সপ্তাহব্যাপী এই বন মহোৎসব পালন করা হয়। শিলিগুড়িতেও একই রকমভাবে নানান রকম কর্মসূচির মাধ্যমে এই বন মহোৎসব পালন করা হচ্ছে। এদিন বনমহোৎসব উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে উদ্বোধন করা হয় একটি ট্যাবলোর। শিলিগুড়ির হাশমিচকে এই ট্যাবলোর উদ্বোধন করেন মেয়র।
জানা গিয়েছে, এই ট্যাবলো শহরের বিভিন্ন জায়গায় ঘুরবে ও পরিবেশ রক্ষা করা, বৃক্ষরোপণ, পরিবেশ দূষণ রোধসহ নানা বার্তা মানুষের সামনে তুলে ধরবে। বনমহোৎসব উপলক্ষে রাজ্য বনবিভাগের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
advertisement
প্রতিদিনই শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পরিবেশ রক্ষার বার্তা দেবে এই ট্যাবলো। একইসঙ্গে বিভিন্ন ধরনের চারাও বিতরণ করা হবে এই ট্যাবলো থেকে। মূলত পরিবেশ সম্পর্কে মানুষকে আরো সচেতন করতেই এমন উদ্দেশ্য। শহর জুড়ে অবৈধ ভাবে গাছ কাটা হচ্ছে , সেগুলি কিভাবে রুখতে হবে সেই বার্তাও মানুষের কাছে পৌঁছে দেবে এটা ট্যাবলো।
advertisement
বন বিভাগের অ্যাডিশনাল পিসিসিএফ উজ্জ্বল ঘোষ জানিয়েছেন, “রাজ্যের সমস্ত জায়গায় বন মহোৎসব কর্মসূচি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে, আমাদের এখান থেকে এই ট্যাবলো উদ্বোধন করা হয়েছে। এই ট্যাবলো শহরের বিভিন্ন জায়গায় গিয়ে পরিবেশ রক্ষার বার্তা দেবে এবং কিভাবে সবুজয়ানের দিকে মানুষ এগিয়ে যাবে সেই বার্তাও এই ট্যাবলো থেকে দেওয়া হবে।”
advertisement
অন্যদিকে উদ্বোধন করতে এসে গৌতম দেব জানিয়েছেন, “পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করতেই এই বন মহোৎসব পালন করা হচ্ছে। গাছের সংখ্যা একেবারেই কমে যাচ্ছে। তাই সকলকে গাছ লাগানোর বার্তাও দেওয়া হবে।” বনভূমিতে জীববৈচিত্র রক্ষাতে এই গাছ বিশাল ভূমিকা পালন করে। তাই সকলে গাছ লাগানোর দাবি জানিয়েছেন তিনি।
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Van Mahotsav: সপ্তাহব্যাপী বনমহোৎসব কর্মসূচি, উদ্বোধন করা হল ট্যাবলোর
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement