Tari Festival: গোর্খাদের বিচিত্র ধান চাষের উৎসব টারি, আট থেকে আশি মেতে ওঠে কাদা খেলায়

Last Updated:

বর্ষায় পাহাড়ের ধাপে ধাপে ধানের চারা রোপন টারি উৎসবের মধ্য দিয়ে শুরু করে গোর্খারা

+
title=

কালিম্পং: পাহাড় মানেই রূপের ডালি। টারি উৎসব এই বৃষ্টি ভেজা দিনে তার রূপকে যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। দার্জিলিং পাহাড়ের আনাচে-কানাচে লোকসংস্কৃতির ছড়াছড়ি। পাহাড়ের সেই লোকসংস্কৃতির অন্যতম অঙ্গ হল টারি উৎসব। কালিম্পঙের প্রত্যন্ত টারি গ্রামে এই উৎসব একসময় শুরু হলেও তা বর্তমানে দার্জিলিং ও কালিম্পঙের প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়েছে। হয়ে উঠেছে গোর্খার সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। আষাঢ়ের বিদায় ও শ্রাবণের আগমনের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে সেই উৎসবেই মেতে উঠেছে পাহাড়ের মানুষ।
কালিম্পং শহর থেকে অনেকটা দূরে অবস্থিত পেডং ব্লকের টারি গ্রাম। সেখানকারই নামে এই উৎসবের নামকরণ। বহু যুগ আগে ওই গ্রামে শ্রাবণ মাসে পাহাড়ের ধাপে ধাপে ধানের চারা রোপনকে ঘিরে এই উৎসবের সূচনা হয়। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সমগ্র দার্জিলিং পার্বত্য এলাকায়। মূলত গোর্খা জনজাতির মানুষ এই সময়টায় পাহাড়ের ধাপে ধানের চারা রোপন করে। সেই উপলক্ষে গ্রামের সকলে সমবেত হয়ে দই, চিড়ে খেয়ে গোর্খা জাতির ঐতিহ্যবাহী পোশাক পরে নাচে-গানে মেতে ওঠেন। ব্যাপক আনন্দের মধ্য দিয়ে শুরু হয় পাহাড়ের ধাপে ধাপে ধান রোপন। প্রথমে শ্রদ্ধার সঙ্গে ভূমিকে পুজো করেন গ্রামবাসীরা। এদিন সেজেগুজে সব গ্রামবাসী একসঙ্গে ধানের চারা রোপন করেন। সে এক অনবদ্য দৃশ্য।
advertisement
advertisement
গত কয়েক দশক ধরে দার্জিলিং পার্বত্য এলাকায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এই টারি উৎসব। গোর্খাদের এই ঐতিহ্যবাহী সংস্কৃতি যাতে হারিয়ে না যায় তার জন্য উদ্যোগী হয়েছে গোর্খা গৌরব সংস্থান। তাঁদের এবং টারি গ্রাম সুধার সমিতির যৌথ উদ্যোগে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় টারি গ্রামে। এই অনুষ্ঠানে আট থেকে আশি গোর্খা জনজাতির প্রচুর মানুষ অংশ নেয়। গত কয়েক দশকের রীতি মেনেই দই-চিড়ে খেয়ে ধান রোপণের মাধ্যমে দিনটিকে উদযাপন করেন। নাচ-গানের পাশাপাশি কাদাখেলায় মেতে ওঠেন গ্রামবাসীরা! গোর্খা গৌরব সংগঠনের সভাপতি নরেন্দ্র তামাং বলেন, আমাদের পূর্বপুরুষরা কীভাবে চাষ করত সেটা এই উৎসবের মধ্য দিয়ে তুলে ধরা হয়‌। নতুন প্রজন্ম এসব ভুলে যাচ্ছে। এটা আমাদের পরম্পরা। এটা যাতে বিলুপ্ত না হয় সেজন্য সংরক্ষন করার দায়িত্ব আমাদের। এই উৎসবের মধ্যে দিয়ে আমরা আমাদের পরম্পরাকে বাঁচিয়ে রাখছি।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Tari Festival: গোর্খাদের বিচিত্র ধান চাষের উৎসব টারি, আট থেকে আশি মেতে ওঠে কাদা খেলায়
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement