Siliguri News: টানা বৃষ্টিতে জলের তলায় শিলিগুড়ি, বিপদ বাড়িয়েছে পাহাড়

Last Updated:

টানা বৃষ্টির জেরে জল থৈ থৈ অবস্থা শিলিগুড়িতে। অত্যধিক বৃষ্টি হওয়ায় পাহাড় থেকে হু হু করে নামছে জল

+
title=

শিলিগুড়ি: টানা বৃষ্টিতে কার্যত জলের তলায় গোটা শিলিগুড়ি শহর। সর্বত্র জল থৈ থৈ অবস্থা, নাজেহাল শহরবাসী। লাগাতার বৃষ্টি হয়ে চলায় উত্তরবঙ্গের প্রায় সবকটি নদীতে বিপদসীমার উপর দিয়ে জল বইছে। ফলে জলযন্ত্রণা আরও বেড়েছে শহরে।
শিলিগুড়ি পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের অশোকনগর সহ বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়। ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, প্রতিবছর বর্ষায় একই পরিস্থিতি হয় এই এলাকায়। ইতিমধ্যেই সেখানে হাঁটু সমান জল জমে গিয়েছে। ফলে দরকারে বাড়ি থেকে বেরোতে পারছেন না অনেকেই। আর যারা বাধ্য হচ্ছেন বেরোতে তাঁদের ওই জলে ভিজেই যাতায়াত করতে হচ্ছে।
advertisement
advertisement
এই জল যন্ত্রণার মধ্যেই আরও আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে আগামী দুই দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন রাতভর ভারী বৃষ্টিপাতের জেরে শিলিগুড়ির বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। শান্তিনগর, হায়দার পাড়া, মিলন পল্লি, হাসপাতাল মোড়, কলেজ পাড়া, শক্তিগড় পুরোপুরি জলের তলায় চলে গিয়েছে। সমস্যায় পড়ছেন নদীর পার্শ্ববর্তি ইলকার বাসিন্দারা। ঘরের মধ্যে জল ঢুকে কার্যত নাজেহাল শহরবাসী।
advertisement
স্থানীয় বাসিন্দা রাজু সরকার জানান, প্রতিবছর বর্ষাকালে এই একই পরিস্থিতি তৈরি হয়। তাঁর অভিযোগ, গোটা এলাকার জলমগ্ন হয়ে পড়লেও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও সাহায্য করা হয়নি। অন্যদিকে শিলিগুড়ি পুরনিগমের কর্তা রঞ্জন সরকার জানিয়েছেন, এতো বৃষ্টি গোটা শিলিগুড়ি আগে কখনও দেখেনি। ভুটান, সিকিমে অস্বাভাবিক বেশি মাত্রায় বৃষ্টি হওয়ায় তারা লকগেট খুলে দিয়েছে। সেই জল নেমে এসেই গোটা শহরকে ভাসিয়ে দিয়েছে।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: টানা বৃষ্টিতে জলের তলায় শিলিগুড়ি, বিপদ বাড়িয়েছে পাহাড়
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement