Birbhum News: পুলিশের 'মিথ্যে' মামলা থেকে বাঁচতে জেলা অফিসে আশ্রয়

Last Updated:

'মিথ্যে' মামলায় পুলিশের হাতে গ্রেফতার হওয়ার আশঙ্কায় খয়রাশোলের ৫০ জন বিজেপি নেতাকর্মী সিউড়ির জেলা কার্যালয়ে আশ্রয় নিলেন

+
title=

বীরভূম: পুলিশের ‘মিথ্যে’ মামলা থেকে বাঁচতে জেলা কার্যালয়ে আশ্রয় নিলেন একদল বিজেপি কর্মী। সিউড়ির জেলা বিজেপি কার্যালয়ে খয়রাশোলের প্রায় ৫০ জন বিজেপি কর্মী এসে সম্প্রতি আশ্রয় নিয়েছেন। এই ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। যদিও পুলিশের বিরুদ্ধে ‘মিথ্যে’ মামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল তৃণমূল।
শুক্রবার দুপুরে ব্যাগপত্র নিয়ে বিজেপির জেলা কার্যালয়ে এসে হাজির হন খয়রাশোলের ময়নাডাল এলাকার ওই ৫০ জন বিজেপি কর্মী। সেই নিয়ে রাজনৈতিক তর্জা তুঙ্গে উঠেছে বীরভূমে। বিজেপির অভিযোগ, তাদের ওই নেতাকর্মীরা ময়নাডাল এলাকায় ত্রিস্তর পঞ্চায়েত ভোটের দিন ছাপ্পা দিতে বাধা দিয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। তারপর থেকেই ওই বিজেপি কর্মীদের উপর বারংবার হামলা চালানো হচ্ছে । তাঁদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। শেষে পুলিশকে দিয়ে মিথ্যে মামলায় ফাঁসিয়ে আটক করা শুরু হয়েছে দলীয় কর্মী সমর্থকদের। সেই বিপদ থেকে বাঁচতেই ওই বিজেপি কর্মীরা বাড়ি ছেড়ে জেলা অফিসে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
advertisement
advertisement
যদিও বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, ওই এলাকায় নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে বেশকিছু হিংসা হয়েছিল। তার জন্যই কিছুজনের বিরুদ্ধে পুলিশে কেস হয়েছে। পুলিশ যখন তাঁদের ধরতে যায় তখন তাঁরা পালিয়ে এসে কার্যালয়ে হাজির হয়েছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।
advertisement
শুভদীপ পাল
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: পুলিশের 'মিথ্যে' মামলা থেকে বাঁচতে জেলা অফিসে আশ্রয়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement