Crime: রক্তাক্ত অবস্থায় পড়ে বৌদি! আঁতকে উঠল ননদ! ভয়ঙ্কর কাণ্ড শিলিগুড়িতে
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী। ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
শিলিগুড়ি: পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী। ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতার নাম গীতা সোরেন। গভীর রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের কোকরাজোত গ্রাম এলাকায়। জানা যায়, বেশ কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ চলছিল।
রাতেও তাঁরা স্বামী-স্ত্রী ফাঁসিদেওয়ার পার্শ্ববর্তী এলাকায় একটি মেলাতে ঘুরতে যান।বাড়িতে এসে খাওয়া-দাওয়া করে পরিবারের সকলেই ঘুমিয়ে পড়েন।হঠাৎই একটি আওয়াজ শুনতে পেয়ে অভিযুক্তের বোন ঘরের থেকে বেরিয়ে আসেন। দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বৌদি। দেখেই চিৎকার করে ওঠেন তিনি। দাদার হাতে ধারালো অস্ত্র দেখতে পেয়ে তাকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত।পরে সে থানায় এসে আত্মসমর্পণ করে।
advertisement
advertisement
এরপর ঘটনাস্থলে ফাঁসিদেওয়া থানার পুলিশ পৌঁছায়।মৃতদেহ উদ্ধার করে ফাঁসিদেওয়া থানায় নিয়ে আসে। যুবককের স্ত্রীকে এভাবে কুপিয়ে খুন করার ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান মৃতার মা।
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2023 8:12 PM IST