Jalpaiguri News: ধূপগুড়ির এই মন্দিরের রয়েছে প্রাচীন এক ইতিহাস! জানলে মন ভরে যাবে

Last Updated:

ধূপগুড়ির কয়েকটি প্রসিদ্ধ জায়গার মধ্যে এটি। ধূপগুড়ি ব্লকের কালীরহাট এলাকার বড় কালী মন্দির। প্রসিদ্ধ হওয়ার পিছনে দুটি কারণ।প্রথমত, এই মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য লৌকিক কাহিনী।

+
title=

জলপাইগুড়ি: ধূপগুড়ির কয়েকটি প্রসিদ্ধ জায়গার মধ্যে এটি। ধূপগুড়ি ব্লকের কালীরহাট এলাকার বড় কালী মন্দির। প্রসিদ্ধ হওয়ার পিছনে দুটি কারণ।প্রথমত, এই মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য লৌকিক কাহিনী। এছাড়া, কয়েকটি গ্রামের মানুষ শুভ কাজ করার আগে এই মন্দিরে পুজো দিয়ে থাকেন। ভক্তদের দাবি, ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করলে তিনি মনস্কামনা পূরণ করেন।
ফাল্গুন মাসের প্রথম দিকেই দেবীর বাৎসরিক পূজা হয়ে থাকে। জানা গিয়েছে, এক সময় কালীপুজোর দিনেই পুজো হত। কিন্তু ঘটনাক্রমে এলাকার এক বৃদ্ধার একমাত্র ছেলে হারিয়ে যায়। তিনি মা কালীর কাছে প্রার্থনা করেন যদি তার ছেলেকে মা-কালী খুঁজে এনে দেন তাহলে তিনি ফাল্গুন মাসেই মায়ের পুজো দেবেন।
advertisement
advertisement
একদিন সেই বৃদ্ধার ছেলে সকালে বাড়িতে এসে হাজির হয়। তিনি তার ছেলেকে জিজ্ঞাসা করেছিলেন কী ভাবে সে বাড়ি এল? তার  উত্তরে ছেলে জানায় এক বুড়ি তাঁকে বাড়িতে দিয়ে যায়। সেই থেকেই এখানে ফাল্গুন মাসে পুজো হয়ে থাকে দেবীর। আর এই বড় কালীর নামানুসারে এখানকার জনপদের নাম হয় ওঠে কালীরহাট ।
advertisement
আরও কথিত আছে যে, বড় কালী মন্দিরের পাশের রাস্তাটির নাম দেওমালী। প্রতিবছর মহাধূমধামে এখানে পূজা হয়। পশ্চিমবঙ্গের বাইরেও নেপাল, ভুটান এবং বাংলাদেশ থেকে দর্শনার্থীরা এখানে পুজো দিতে আসেন। পুজো উপলক্ষে পাঁচ দিন বিরাট মেলার আয়োজন হয়।
advertisement
আগে পুরোন মন্দিরে পুজো হলেও মন্দির কমিটি নতুন করে মন্দির নির্মাণের উদ্যোগ নেন। তবে অর্থের অভাবে মন্দির নির্মাণের কাজ থমকে রয়েছে। স্থানীয়রা মন্দির নির্মাণের জন্য সরকারি সহায়তা দাবি করছেন।
পুজো কমিটির সভাপতি বিষ্ণুপদ রায় বলেন, “কালীহাটের বড়কালী মন্দিরে দূরান্ত থেকে মানুষ পুজো দিতে ছুটে আসে। সরকারি সাহাস্য পেলে মিন্দর নির্মাণে সুবিধা হবে।” কালীপূজা কমিটির অন্যতম সদস্য সুভাষ রায় ও উত্তম রায় বলেন, “আমরা নিজেদের প্রচেষ্টায় এবং সহৃদয় ব্যক্তিদের সহায়তায় নতুন মন্দির নির্মাণ করছি।”
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ধূপগুড়ির এই মন্দিরের রয়েছে প্রাচীন এক ইতিহাস! জানলে মন ভরে যাবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement