Siliguri News: গৌরবকে গুলি গৌরবের! বন্ধুত্বের বিষে চলল বন্দুক
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
বচসার সময় বন্ধুকে লক্ষ্য করে গুলি, শিলিগুড়িতে গ্রেফতার দুই যুবক
শিলিগুড়ি: গৌরবকে মারতে চাইল গৌরব! খাই খাই বাজারে প্রকাশ্য দিবালোকে এমনই ঘটনা ঘটল। সামান্য বচসা থেকে বন্ধুকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে ধৃত দুই যুবক। তাদের থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।
শুক্রবার বেলার দিকে খাই খাই বাজারে কোনও একটি বিষয় নিয়ে বচসা শুরু হয় দুই বন্ধু গৌরব চক্রবর্তী ও গৌরব সূত্রধরের মধ্যে। দুজনেই একই জায়গায় কাজ করত বলে জানা গিয়েছে। বচসা চলাকালীন হঠাৎই মেজাজ হারিয়ে গৌরব চক্রবর্তীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে গৌরব সূত্রধরের বিরুদ্ধে। হঠাৎ এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায়। শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে গ্রেফতার করে।
advertisement
advertisement
এই ঘটনায় গলিবিদ্ধ হন গৌরব চক্রবর্তী। তাঁকে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতলে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে এই বিষয়ে ভক্তিনগর থানায় আহত গৌরব চক্রবর্তী পরিবার লিখিত অভিযোগ দায়ের করে। শুক্রবার রাতেই খাই খাই বাজার এলাকা থেকে অভিযুক্ত গৌরব সূত্রধরকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে ফকদই বাড়ি এলাকায় রতন ঘোষের বাড়িতে হানাদায় পুলিশের একটি দল। সেখান থেকে হামলায় ব্যবহৃত ৭.৬৫ এমএম পিস্তল ও দু’রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করে পুলিশ। রতন ঘোষকেও গ্রেফতার করা হয়। ধৃত দু’জনকে শনিবার দুপুরে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2023 5:23 PM IST