Siliguri News: বিশেষ ধরনের মোজায় এ কী নিয়ে পাচার করছিল যুবক, তোলপাড় শিলিগুড়ি
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Siliguri News: স্পেশাল মোজা বানিয়ে সোনা পাচার করার আগে পুলিশের হাতে ধরা পরল এক যুবক।
শিলিগুড়ি: স্পেশাল মোজা বানিয়ে সোনা পাচার করার আগে পুলিশের হাতে ধরা পরল এক যুবক। গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল নিউ জলপাইগুড়ি স্টেশনে অভিযান চালিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দফতরের আধিকারিকেরা সোনা সহ হাতেনাতে গ্রেফতার করে বিকাশ কুমার নামক ব্যাক্তিকে।
জানা গিয়েছে সে বিহারের গোপালগঞ্জের বাসিন্দা। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য ৯৪ লক্ষ টাকা। কেন্দ্রীয় রাজস্ব দফতরের সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ধৃত সেই যুবক ত্রিপুরার আগরতলা থেকে ট্রেনে সোনা নিয়ে বিহারের ছাপড়ায় পাচারের ছক কষে ছিল। তার আগেই পুলিশের হাতে হাতেনাতে ধরা পড়ে গেল সেই যুবক।
advertisement
advertisement
জানা গিয়েছে, শিলিগুড়ি এনজেপি স্টেশনে সন্দেহের বসে তাঁকে জিজ্ঞাসাবাদ করায় জানতে পারে মোট ১১ পিস সোনা স্পেশাল মোজার ভেতরে নিয়ে পাচার করার ছক ছিল তার। তৎক্ষণাৎ হেফাজতে নেওয়া হয় তাঁকে।কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দফতরের সূত্র অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার ওজন ১ কিলো ৬২৮ গ্রাম । যার আনুমানিক বাজার মুল্য প্রায় ৯৪ লক্ষ টাকা।
advertisement
আজ কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দফতরের আধিকারিকদের পক্ষ থেকে ধৃতদের আদালতে তোলা পেশ করা হয়েছে । পাশাপাশি এই ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2023 6:28 PM IST