Panchayat Election 2023: আর লাল শালু, কুপন বা স্টেশনে কৌটো নিয়ে অর্থ সংগ্রহ নয়, টাকা তুলতে কিউআর কোড চালু সিপিএমের
- Published by:Rachana Majumder
- Written by:UJJAL ROY
Last Updated:
Panchayat Election 2023: এর আগে লোকসভা বিধানসভা নির্বাচনে এই পদ্ধতি ব্যবহার করা হলেও পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার এই পথে হাঁটলো দল।
কলকাতা: নির্বাচন বা অন্য কোনও বিষয়ে খরচ করার জন্য অর্থ সংগ্রহ করে থাকে সিপিএম। কখনও লাল শালু নিয়ে সাধারণ মানুষের কাছে অর্থ সংগ্রহ করতে যান সিপিএমের নেতারা। কখনও বা কৌটো ঝাঁকিয়ে হাটে বাজারে রেলস্টেশনে কিংবা বাসস্টপে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সিপিএমের নেতা-কর্মী-সমর্থকেরা। দলীয় কর্মী সমর্থকদের কাছ থেকে কুপন বিলি করেও অর্থ সংগ্রহ দীর্ঘদিন ধরেই করে আসছে দল। এর জন্য অনেক সময়ই বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে অনেক কটাক্ষ শুনতে হয়েছে দলের সমর্থকদের।
কিন্তু সেই পথ থেকে এবার নতুন রাস্তায় হাঁটতে শুরু করেছে দলীয় নেতৃত্ব। অর্থ সংগ্রহের জন্য কিউআর কোড চালু করল সিপিএম। এর আগে লোকসভা বিধানসভা নির্বাচনে এই পদ্ধতি ব্যবহার করা হলেও পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার এই পথে হাঁটলো দল। সিপিএমের বাঁকুড়া-সহ বেশ কয়েকটি জেলা কমিটির পক্ষ থেকে এই কিউআর কোড চালু করা হয়েছে।
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2023 7:26 AM IST