Panchayat Election 2023: আর লাল শালু, কুপন বা স্টেশনে কৌটো নিয়ে অর্থ সংগ্রহ নয়, টাকা তুলতে কিউআর কোড চালু সিপিএমের

Last Updated:

Panchayat Election 2023: এর আগে লোকসভা বিধানসভা নির্বাচনে এই পদ্ধতি ব্যবহার করা হলেও পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার এই পথে হাঁটলো দল।

অর্থসংগ্রহে সিপিএমের নতুনত্ব, কৌটোর বদলে QR CODE
অর্থসংগ্রহে সিপিএমের নতুনত্ব, কৌটোর বদলে QR CODE
কলকাতা: নির্বাচন বা অন্য কোনও বিষয়ে খরচ করার জন্য অর্থ সংগ্রহ করে থাকে সিপিএম। কখনও লাল শালু নিয়ে সাধারণ মানুষের কাছে অর্থ সংগ্রহ করতে যান সিপিএমের নেতারা। কখনও বা কৌটো ঝাঁকিয়ে হাটে বাজারে রেলস্টেশনে কিংবা বাসস্টপে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সিপিএমের নেতা-কর্মী-সমর্থকেরা। দলীয় কর্মী সমর্থকদের কাছ থেকে কুপন বিলি করেও অর্থ সংগ্রহ দীর্ঘদিন ধরেই করে আসছে দল। এর জন্য অনেক সময়ই বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে অনেক কটাক্ষ শুনতে হয়েছে দলের সমর্থকদের।
কিন্তু সেই পথ থেকে এবার নতুন রাস্তায় হাঁটতে শুরু করেছে দলীয় নেতৃত্ব। অর্থ সংগ্রহের জন্য কিউআর কোড চালু করল সিপিএম। এর আগে লোকসভা বিধানসভা নির্বাচনে এই পদ্ধতি ব্যবহার করা হলেও পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার এই পথে হাঁটলো দল। সিপিএমের বাঁকুড়া-সহ বেশ কয়েকটি জেলা কমিটির পক্ষ থেকে এই কিউআর কোড চালু করা হয়েছে।
advertisement
advertisement
 সিপিএমের রাজ্য কমিটির এক সদস্যের কথায়, “সময় বদলেছে। তাই সময়ের সঙ্গে দলকে চলতে হবে। আধুনিক যে পদ্ধতিগুলো এসেছে তার সুবিধাও নিতে হবে। দলের অনেক কর্মী সমর্থক কর্মসূত্রে ভিন রাজ্যে বা বিদেশে বসবাস করে। এই পদ্ধতিতে তাঁরা অর্থ সাহায্য করতে পারবেন। ব্যস্ত থাকায় যাঁরা আসতে পারেন না, তাঁরাও দলকে সাহায্য করতে পারবেন।  অনেক সময় অনেক মানুষ যারা প্রকাশ্যে দলকে সাহায্য করতে পারে না শাসকদলের সন্ত্রাসের ভয়ে, তাঁদেরও সুবিধা হবে। এই পদ্ধতি ব্যবহার করে ভাল সাড়া পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে এরকম আধুনিক পদ্ধতি আরও বেশি বেশি করে ব্যবহার করতে হবে। তবে পুরনো পদ্ধতিতেও অর্থ সংগ্রহ করা হবে। ” পাশাপাশি অর্থ সংগ্রহ নিয়ে শাসকদলকে তোপ দেগেছেন তিনি।
বাংলা খবর/ খবর/দেশ/
Panchayat Election 2023: আর লাল শালু, কুপন বা স্টেশনে কৌটো নিয়ে অর্থ সংগ্রহ নয়, টাকা তুলতে কিউআর কোড চালু সিপিএমের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement