Saayoni Ghosh at CGO Complex: অবশেষে ইডি দফতরে হাজিরা সায়নী ঘোষের, পৌঁছেই কী বললেন যুবনেত্রী?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Saayoni Ghosh at CGO Complex: নির্ধারিত সময়ের আগেই এদিন সকাল ১১টা ২২ মিনিটে ইডি দফতরে পৌঁছে যান তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ।
কলকাতা: অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সায়নী ঘোষ। সকাল থেকে লক্ষ লক্ষ চোখ সিজিও কমপ্লেক্সের দিকে ছিল। কারণ, গত বুধবার রাতে নিয়োগ দুর্নীতি মামলায় নোটিস পাওয়ার পর থেকে খোঁজ ছিল না সায়নীর। নির্ধারিত সময়ের আগেই এদিন সকাল ১১টা ২২ মিনিটে ইডি দফতরে পৌঁছে যান তৃণমূলের যুবনেত্রী।
শুক্রবার সকালেই জানা গিয়েছিল ইডি দফতরে হাজিরা দেবেন সায়নী ঘোষ। সূত্র মারফত এমনই দাবি করা হয়। অবশেষে সত্যিই তিনি তদন্তে সহযোগিতা করবেন বলে দাবি করলেন ইডি দফতরে পৌঁছে। ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নে সায়নী বলেন, ‘আমি তদন্তে সহযোগিতা করব।
নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলাম, ৪৮ ঘণ্টা আগে নোটিস পাঠানো হয়েছে। তদন্তে সহযোগিতা করতেই এসেছি।’
advertisement
advertisement
আরও পড়ুন: ‘ম্যাডাম’ নেই, কোথায় গেলেন সায়নী ঘোষ? ইডির ডাক আসতেই চমকে ওঠা তথ্য দিলেন কেয়ারটেকার
গত কয়েকদিন ধরে কার্যত লোকচক্ষুর আড়ালে ছিলেন সায়নী। তৃণমূলের দাপুটে এই নেত্রীর সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছিল না বলে সূত্রের খবর। ফলে আজ তিনি আদৌ ইডি অফিসে যাবেন কি না, তা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সায়নী ঘোষের তরফেও এ বিষয়ে কিছু বলা হয়নি সকাল পর্যন্ত। শেষ পর্যন্ত সিজিও কমপ্লেক্সে হাজির হলেন সায়নী।
advertisement
আরও পড়ুন: সব জল্পনার অবসান, ইডি-র অফিসে কি যাচ্ছেন সায়নী? স্পষ্ট হয়ে গেল শুক্র সকালেই!
সায়নীর বেশ কয়েকটি ফ্ল্যাট আছে। সেগুলোর টাকা কোথা থেকে এল? আয়ের উৎস কী? কুন্তলের সঙ্গে কীভাবে যোগাযোগ? এই সব বিষয়ে ইডি জিজ্ঞাসাবাদ করতে চায়। একাধিক রাজনৈতিক অনুষ্ঠানে তাঁকে দেখতে পাওয়া গিয়েছে নেতা-মন্ত্রী থেকে বড় মাপের নেতৃত্বদের সঙ্গে। কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীর কী ভূমিকা? সেই বিষয়ে জানতে চায় ইডি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2023 11:35 AM IST