Saayoni Ghosh: সব জল্পনার অবসান, ইডি-র অফিসে কি যাচ্ছেন সায়নী? স্পষ্ট হয়ে গেল শুক্র সকালেই!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Saayoni Ghosh: ইডি-র তলবের পরে কার্যত ‘নিখোঁজ’ অভিনেত্রী ও তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ।
কলকাতা: শুক্রবার সকালে ইডি দফতরে হাজিরা দেবেন সায়নী ঘোষ। সূত্র মারফত এমনই দাবি করা হচ্ছে। নায়িকা ও তৃণমূলনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, সকাল সাড়ে এগারোটা নাগাদ সায়নী সিজিও কমপ্লেক্সে যাবেন। তবে এই মুহূর্তে তিনি কোথায় আছেন, তা জানা যায়নি।
ইডি-র তলবের পরে কার্যত ‘নিখোঁজ’ অভিনেত্রী ও তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। আজ, শুক্রবার তাঁকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে। কিন্তু গত কয়েকদিন ধরে কার্যত লোকচক্ষুর আড়ালে সায়নী। তৃণমূলের দাপুটে এই নেত্রীর সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না বলে সূত্রের খবর। ফলে আজ তিনি আদৌ ইডি অফিসে যাবেন কি না, তা ঘিরে অনিশ্চয়তা রয়েছে। যদিও সায়নী ঘোষের তরফ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।
advertisement
আরও পড়ুন: বুধ রাত থেকে উথালপাতাল জীবন, ‘নিখোঁজ’ সায়নী ঘোষ! ইডি-র হাজিরা নিয়ে বড় সংশয়
সকাল থেকে তাঁর বাড়ির আশপাশেও ভিড় সংবাদমাধ্যমের। যদিও বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীর দাবি, সায়নী বুধবার থেকেই বাড়িতে নেই। গত বুধবার তেত্রিশ পল্লী পুজোর উদ্বোধনে যাওয়ার কথা ছিল। তিনি সেখানেও যাননি। একে একে নানা কর্মসূচি বদল করেছেন। তিনি কোথায় রয়েছেন, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন?
advertisement
advertisement
আরও পড়ুন: ‘ম্যাডাম’ নেই, কোথায় গেলেন সায়নী ঘোষ? ইডির ডাক আসতেই চমকে ওঠা তথ্য দিলেন কেয়ারটেকার
শুক্রবার ৩০ জুন তলব করা হয়েছে সায়নী ঘোষকে। সিজিও কমপ্লেক্সে তাঁকে তলব করা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের সম্পত্তি বিষয়ে উঠে আসে সায়নী ঘোষের নাম। বেশ কিছু চ্যাটে সায়নীর নাম রয়েছে বলে দাবি ইডির। সূত্রের খবর, সায়নী ঘোষ বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সারাদিন বাড়ি ফেরেননি। রাতেও আসেননি। শেষ পর্যন্ত শুক্রবার ইডি দফতরে যান কি না সেদিকেই এখন লক্ষ লক্ষ চোখ।
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2023 10:48 AM IST