Chief Secretary Harikrishna Dwivedi : মেয়াদ বাড়ল মুখ্যসচিবের, আরও ৬ মাস থাকছেন হরিকৃষ্ণ দ্বিবেদী

Last Updated:

আজই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল মুখ্য সচিবের। রাজ্যের তরফে মুখ্য সচিবের মেয়াদ বাড়ানোর কথা বলা হয় কেন্দ্রকে।

মেয়াদ বাড়ল মুখ্য়সচিবের
মেয়াদ বাড়ল মুখ্য়সচিবের
কলকাতা: অবশেষ মেয়াদ রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। আজই রাজ্যের মুখ্যসচিবের অবসর নেওয়ার কথা ছিল। তার আগেই রাজ্যের অনুরোধ মেনে বাড়ানো হল মেয়াদ।
সূত্রের খবর, হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিংয়ে চিঠি পাঠিয়েছিল রাজ্য সরকার। কেন্দ্রের তরফে সবুজ সঙ্কেত না মিললে বি পি গোপালিকা মুখ্যসচিব হতে পারেন বলেও শোনা যাচ্ছিল। তবে শেষমেষ হরিকৃষ্ণ দ্বিবেদীরই মেয়াদ বাড়ল।
advertisement
advertisement
 ২০২১ সালের ৩১ মে মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নেন হরিকৃষ্ণ দ্বিবেদী। তার আগে রাজ্যের অর্থ দফতরের প্রধান সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক হিসেবেও কাজ করেছেন একসময়।  হরিকৃষ্ণ দ্বিবেদীর আগে মুখ্যসচিব ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁর ক্ষেত্রেও মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। তবে সেই সময় পরিস্থিতি জটিল ছিল অনেকটাই।  মুখ্যসচিব পদ থেকে অবসর নিয়ে  মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসাবে কাজে যোগ দেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Chief Secretary Harikrishna Dwivedi : মেয়াদ বাড়ল মুখ্যসচিবের, আরও ৬ মাস থাকছেন হরিকৃষ্ণ দ্বিবেদী
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement