পাট দিয়ে এমন সব অত্যাশ্চর্য জিনিস বানিয়েছেন শিল্পী সত্যেন্দ্রনাথবাবু। দীর্ঘ কুড়ি বছর ধরে উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাসিন্দা সত্যেন্দ্রনাথবাবু এবং তাঁর স্ত্রী মিলে পাট দিয়ে নানান রকম জিনিস বানিয়ে চলেছেন। এই অনন্য শিল্পকর্মের জন্য তাঁরা ১৮ বার রাজ্য সরকারের কাছ থেকে পুরস্কারও পেয়েছেন। শিলিগুড়ি শিল্পী হাটে সত্যেন্দ্রনাথবাবুর দোকানে যথেষ্ট ভিড় হচ্ছে। ১০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত দামের জিনিস পাওয়া যাচ্ছে।
advertisement
আরও পড়ুন: নিরাপদ দোল চাই, কচিকাঁচারাই স্কুলে বসে তৈরি করছে ভেষজ আবির
এই শিল্পী জানান, ক্রেতারা যা বলেন তিনি তাই বানিয়ে দিতে পারেন। এখানে দোকানে বসেই পাটের হাতি, হরিণ, ময়ূর, খরগোশ, পেঁচা বানাতে দেখা গেল এই শিল্পী দম্পতিকে।
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 02, 2023 7:39 PM IST





